মাধুরীর কেরিয়ার শুরু অবোধ ছবি দিয়ে। তাপস পালের বিপরীতে এই ছবিতে প্রথম কাজ করেন নায়িকা। কিন্তু, সেভাবে সফল হয়নি ছবিটি। প্রথম ছবি ব্যর্থ হওয়ায় জোডড ধাক্কা খেয়েছিলেন তিনি। এরপর আওয়ারা বাপ, স্বাতী, হিফাজত-এর মতো একাধিক ছবিতে কাজ করেন। কিন্তু, কোনওটাই সেভাবে সফল হয়নি।