ইন্ডাস্ট্রিতে বহিরাগত মাধুরীর কেরিয়ারে প্রচুর স্ট্রাগেল ছিল। ট্যালেন্ট থাকা সত্ত্বেও একটা সময় সেভাবে কাজ পেতেন না। কঠোর পরিশ্রম করতে হয়েছিল প্রতি মুহূর্তে। মাত্র ১৭ বছর বয়সে ফিল্মি দুনিয়ায় আসেন মাধুরী দীক্ষিত। ১৯৮৪ সালে অবোধ ছবিতে তাঁর বলিউডে পথ চলা শুরু। এরপর তেজাব, হাম আপনকে হ্যায় কৌন, রাম লক্ষণ, ত্রিদেব এর মতো একের পর এক হিট ছবিতে কাজের সুযোগ পান। অভিনয়ের পাশাপাশি তাঁর নাচের দক্ষতা .মুগ্ধ করেছিল সকলকে। তা সত্ত্বেও নিজের কেরিয়ার নিয়ে কিছু আফশোপ আছে নায়িকার। এমন কিছু ছবি আছে, যাতে কাজ করা তাঁর কেরিয়ারের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন নায়িকা।