নারী দিবসের দিন ফোটোশ্যুটে ট্রোলড হলেন দীপিকা, মুহূর্তে ভাইরাল ছবি

Published : Mar 08, 2020, 02:44 PM IST

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালন করা হয়।  সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলি ডিভা দীপিকা পাড়ুকোনের নতুন ফোটোশ্যুট।  নিজের ইনস্টাগ্রামে নয়া লুকসের ছবি পোস্ট করে তাক লাগিয়েছেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এর পাশাপাশি নারী দিবসের এই বিশেষ দিনে তার ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে মিম। নেটদুনিয়ায় রীতিমতো ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী।  একঝলকে দেখে নিন অভিনেত্রীর গ্ল্যামারাস ছবিগুলি।

PREV
111
নারী দিবসের দিন ফোটোশ্যুটে ট্রোলড হলেন দীপিকা, মুহূর্তে ভাইরাল ছবি
সম্প্রতি 'এলি'-এর জন্য ফোটোশ্যুট করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
211
সমুদ্রের সৈকতের ধারে লাস্যময়ীকে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গিয়েছে।
311
সম্প্রতি তার এই ফোটোশ্যুট ঘিরে মিমে ভরে গিয়েছে নেটদুনিয়া।
411
আমসূত্র-র অ্যাডেও দেখা গিয়েছে দীপিকাকে। গাছ থেকে আম পাড়ার এই ছবিই এখন ভাইরাল।
511
মেট্রোর কামড়ায় সকলের মাঝখানে দীপিকা। এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল শুরু হয়েছে নোটদুনিয়ায়।
611
আবার 'শোলে'র বাসন্তীর জায়গাতেও দেখা গিয়েছে দীপিকাকে।
711
প্রতিটি ছবি প্রকাশ্যে আসা মাত্রই লাইক, কমেন্টের সংখ্যা বেড়েই চলেছে।
811
দীর্ঘদিন বাদে অভিনেত্রীর এমন গ্ল্যামারাস লুক প্রকাশ্যে এসেছে।
911
নারী দিবসের দিন তার এই মিম ঘিরেই আপাতত উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
1011
নারী নিরাপত্তা সুরক্ষিত করতেই অনলাইন ক্যাব সার্ভিস চালু করেছেন দীপিকা পাড়ুকোন।
1111
আপাতত '৮৩' সিনেমায় দেখা যাবে দীপিকাকে। এই প্রথমবার রণবীরের সঙ্গে দেখা যাবে তাকে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories