হৃত্বিক রোশন বলিউডের গ্রীক গড অন্যদিকে দীপিকা পাডুকোন, বি-টাউনের সুন্দরী মাস্তানি। দুই তারকাকে একই ফ্রেমে দেখার জন্য বহুদিন অপেক্ষা করে রয়েছে ভক্তরা। বিনোদনপ্রেমীরা দুই প্রতিভাবান, হট অভিনেতা অভিনেত্রীকে অনস্ক্রিন জুটি হিসেবে দেখতে চায়। সিনেমায় তাঁদের রসায়ন কেমন হয়, তাই দেখার জন্য অধীর আগ্রহে বসে সকলে। তবে সেই অনস্ক্রিন রসায়ন ছেড়ে অফস্ক্রিন রসায়নে মেতেছে দীপিকা এবং হৃত্বিক।
সেই শুভেচ্ছার জবাবে দীপিকা লিখেছিলেন, "ধন্যবাদ। এবার সময় এসেছে আরও এক বড় সেলিব্রেশনের।"
59
সেই টুইটের তিন দিন পর আবার দীপিকা লেখেন, "একটা সেলিব্রেশন নাকি দুটো।"
69
এর উত্তরে হৃত্বিক একটি ঠোঁটে আঙুল দেওয়ার ইমোটিন পোস্ট করেছেন। এই টুইটগুলি ঘিরেই চলছে নানা জল্পনা।
79
কী এমন সিক্রেট ফাঁশ হতে চলেছে তাঁদের। আসল বিষয়টি খানিক আন্দাজ করতে পেরেছে কিছু সংখ্যক ভক্তরা।
89
তাঁরা আগামীদিনে একই ছবিতে কাজ করতে চলেছেন। নায়ক নায়িকার রূপে দেখা যাবে দীপিকা ও হৃত্বিককে।
99
অবশেষে বিনোদনপ্রেমীদের ইচ্ছেপূরণ হতে চলেছে। তবে ছবির নাম ঘোষণার আগেই এই টুইটের মাধ্যমে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছেন তাঁরা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।