ফাঁস হল হৃত্বিক-দীপিকার Secret, জনসমক্ষে কী লুকোচ্ছেন দুই তারকা, টুইট ঘিরে জল্পনা

হৃত্বিক রোশন বলিউডের গ্রীক গড অন্যদিকে দীপিকা পাডুকোন, বি-টাউনের সুন্দরী মাস্তানি। দুই তারকাকে একই ফ্রেমে দেখার জন্য বহুদিন অপেক্ষা করে রয়েছে ভক্তরা। বিনোদনপ্রেমীরা দুই প্রতিভাবান, হট অভিনেতা অভিনেত্রীকে অনস্ক্রিন জুটি হিসেবে দেখতে চায়। সিনেমায় তাঁদের রসায়ন কেমন হয়, তাই দেখার জন্য অধীর আগ্রহে বসে সকলে। তবে সেই অনস্ক্রিন রসায়ন ছেড়ে অফস্ক্রিন রসায়নে মেতেছে দীপিকা এবং হৃত্বিক। 

Adrika Das | Published : Jan 10, 2021 12:02 PM IST
19
ফাঁস হল হৃত্বিক-দীপিকার Secret, জনসমক্ষে কী লুকোচ্ছেন দুই তারকা, টুইট ঘিরে জল্পনা

সোশ্যাল মিডিয়ায় জনসমক্ষে নিজেদের সিক্রেট ফাঁস করে দেওয়ার চেষ্টা করছেন দীপিকা এবং হৃত্বিক। 

29

দীপিকার জন্মদিন থেকেই শুরু হয়েছে এই কথোপকথন। যা টুইটারের দেওয়ালে ঘুরে ফিরে আসছে।

39

নেটদুনিয়ায় একে অপরকে জন্মজিনের শুভেচ্ছা জানানো বহুদিনের ট্রেন্ড। দীপিকাকেও শুভেচ্ছা জানিয়েছিলেন হৃত্বিক। 

49

সেই শুভেচ্ছার জবাবে দীপিকা লিখেছিলেন, "ধন্যবাদ। এবার সময় এসেছে আরও এক বড় সেলিব্রেশনের।"

59

সেই টুইটের তিন দিন পর আবার দীপিকা লেখেন, "একটা সেলিব্রেশন নাকি দুটো।"

69

এর উত্তরে হৃত্বিক একটি ঠোঁটে আঙুল দেওয়ার ইমোটিন পোস্ট করেছেন। এই টুইটগুলি ঘিরেই চলছে নানা জল্পনা। 

79

কী এমন সিক্রেট ফাঁশ হতে চলেছে তাঁদের। আসল বিষয়টি খানিক আন্দাজ করতে পেরেছে কিছু সংখ্যক ভক্তরা। 

89

তাঁরা আগামীদিনে একই ছবিতে কাজ করতে চলেছেন। নায়ক নায়িকার রূপে দেখা যাবে দীপিকা ও হৃত্বিককে। 

99

অবশেষে বিনোদনপ্রেমীদের ইচ্ছেপূরণ হতে চলেছে। তবে ছবির নাম ঘোষণার আগেই এই টুইটের মাধ্যমে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছেন তাঁরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos