NCB- জেরার মুখে দীপিকা-রাকুল, বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে নামলেন দুই তারকা, হাজির রণবীর

Published : Sep 24, 2020, 10:58 PM IST

বৃহস্পতিবার রাতেই মুম্বাই বিমানবন্দরে তারকা ঢল। সম্প্রতি উঠে আসা ড্রাগ মামলায় ভাইরাল একাধিক সেলিব্রেটির নাম। যার মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন ও রকুল প্রীত।

PREV
18
NCB- জেরার মুখে দীপিকা-রাকুল, বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে নামলেন দুই তারকা, হাজির রণবীর

রাত পোহালেই এন সি বি-র দফতরের হাজির হতে হবে রকুল প্রীত কে। সপ্তাহের শুরু থেকেই মাদক কেসে উঠে আসে একাধিক বলিউড অভিনেত্রীর নাম।

28

সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ জানা যায় রকুল ও দীপিকার ও নাম। সামনে উঠে আসে একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ।

38

যা ঘিরে সৃষ্টি হয় জল্পনা। তারকাদের অন্দরমহলের একাধিক কথোপকথন হয়ে ওঠে ফাঁস। কোপের মুখে পড়তে হয় সকলকেই। 

48

এরপর সমন পেয়েছিলেন রাকুল প্রীত সিং। মাদক যোগে উঠে আসা তার নাম বর্তমানে খবরের শিরোনামে।

58

শুক্রবার সকালেই জেরা করা হবে রকুল কে। এন সি বি দপ্তরে হাজিরা দেওয়ার জন্যই তড়িঘড়ি মুম্বাইতে হাজির হলেন রাকুল।

68

একইভাবে সমন ভাইরাল দীপিকা পাড়ুকোন। তিনিও বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে পৌছলেন। 

78

দীপিকার সঙ্গে এদিন হাজির হলেন রণবীর সিং। দুই তারকাই ফ্রেমবন্দি। শনিবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে দীপিকাকে। 

88

মাদকের সঙ্গে তাঁর কী যোগ তা খোলসা করতে তৎপর এনসিবি। কেন একাধিক চ্যাট জুড়ে রয়েছে রহস্যময় ডি-এর উল্লেখ, তাও ক্ষতিয়ে দেখা হবে। 

click me!

Recommended Stories