বলিউডে পা রাখার আগেই মডেলিং-এ কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। সেখান থেকে বিটাউনে জায়গা করে নেওয়া, দীপিকার যে রূপ ও ফিগার বর্তমানে প্রশংসার দাবীদার, সেই ফিগার ও রূপের জন্য়ই এক সময় তাঁকে কটাক্ষের মুকে পড়তে হয়। কীভাবে সেই পুরোনো লুক ঝেড়ে ফেলে বর্তমানে দীপিকা হয়ে উঠেছেন স্টানিং হটকুইন!