Deepika Padukone: ঠেলে বেরোচ্ছে বুকের খাঁজ, শর্ট ড্রেস পরতেই চরম ট্রোলড দীপিকা

Published : Feb 01, 2022, 10:38 AM ISTUpdated : Feb 01, 2022, 10:47 AM IST

ফোটোশ্যুট থেকে ফ্যাশন, ফিগার থেকে কেরিয়ার সবেতেই শিরোনামে থাকেন বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন।  দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি  'গেহরাইয়া'- প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন  বলিউডের দীপ্পি । বিয়ের পর এতটা সাহসী চরিত্রে  নিজেকে কখনও মেলে ধরেনি বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ।  এই প্রথমবার যেন নিজেকে উজাড় করে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবিতেও যেমন  সাহসী চরিত্রে নিজেকে মেলে ধরেছেন, তেমনই প্রচার ইভেন্টগুলিতেও সাহসী অবতারে ধরা দিচ্ছেন দীপিকা, এবার শর্ট ড্রেস পরতেই ট্রোলের মুখে পড়লেন রণবীর ঘরনি।  

PREV
110
Deepika Padukone:  ঠেলে বেরোচ্ছে বুকের খাঁজ, শর্ট ড্রেস পরতেই চরম ট্রোলড দীপিকা

বলিউডে ড্রিম গার্ল দীপিকা পাড়ুকোনের ফিগার থেকে শরীরী সৌন্দর্যে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি   'গেহরাইয়া'। ছবির প্রচার নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

 

210

ফোটোশ্যুট থেকে ফ্যাশন, ফিগার থেকে কেরিয়ার সবেতেই শিরোনামে থাকেন বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন। আপকামিং ছবি  'গেহরাইয়া'- প্রচারে রীতিমতো ঝড় তুলছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

310

শকুন বাত্রা পরিচালিত  'গেহরাইয়া'-ছবির জন্য অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাড়ুকোন বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার চালাচ্ছেন। প্রতিটি ইভেন্টেই নজরকাড়া দীপিকার পাড়ুকোনের (Deepika Padukone) উপস্থিতি।

410

বিয়ের পর এতটা সাহসী চরিত্রে  নিজেকে কখনও মেলে ধরেনি বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ।  এই প্রথমবার যেন নিজেকে উজাড় করে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবিতেও যেমন  সাহসী চরিত্রে নিজেকে মেলে ধরেছেন, তেমনই প্রচার ইভেন্টগুলিতেও সাহসী অবতারে ধরা দিচ্ছেন দীপিকা পাড়ুকোন।

510

  'গেহরাইয়া'-ছবির প্রচারে একের পর এক সাহসী পোশাকে ধরা দিয়েছেন রণবীর ঘরনি (Deepika Padukone) । কাটাছেড়া পোশাকে শরীর দেখাতেই ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য। শর্ট ড্রেস পরতেই ট্রোলের মুখে পড়লেন রণবীর ঘরনি।

610

কপিল শর্মার শো-তে দীপিকা (Deepika Padukone) একটি কালো রঙের ওয়ান শোল্ডার শর্ট বডিকন পোশাক পরেছিলেন। এই পোশাক পরা মাত্রই নেটিজেনরা ট্রোল করতে শুরু করেন দীপিকাকে। নেটিজেনরা অভিনেত্রীর এই পোশাক নিয়ে  একাধিক মন্তব্য করেছেন।

710

নেটিজেনদের একজন কমেন্টে জানিয়েছেন, 'দীপিকা কি পলিথিন পরেছেন'। একাধিক নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। দীপিকার (Deepika Padukone) এই স্টাইলিশ লুক ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। 

810

কেন ছবির প্রচারে এত শর্ট ড্রেস পরছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। পর্দার সাহসী চরিত্রকে ফুটিয়ে তুলতেই  কি এত ছোট পোশাক পরছেন দীপিকা। ক্লিভলাইন স্পষ্ট হতেই ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য।

910

সদ্যই মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি  'গেহরাইয়া'- ট্রেলার। ত্রিকোণ-প্রেম-পরকীয়া নিয়ে সম্পর্কের জটিল ধাঁধার ইঙ্গিতের আভাস ট্রেলারেই মিলেছে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে দীপিকার (Deepika Padukone) যৌনতায়  ডুব দিয়েছে নেটিজেনরা।

1010

বোনের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন আলিশা ওরফে দীপিকা  (Deepika Padukone) । শুরু থেকেই আলিশার প্রতি জায়েনের টান লক্ষ্য করা গেছে। সমাজ, পরিবারের তোয়াক্কা না করে পরস্পরকে কাছে পাওয়ার জন্য চরম ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা। এবার কি তবে বদলে যাবে আলিশার জীবন। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। এতদিনের  অভিনয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলির মধ্যে একটি চরিত্র হল আলিশা।

click me!

Recommended Stories