বোনের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন আলিশা ওরফে দীপিকা (Deepika Padukone) । শুরু থেকেই আলিশার প্রতি জায়েনের টান লক্ষ্য করা গেছে। সমাজ, পরিবারের তোয়াক্কা না করে পরস্পরকে কাছে পাওয়ার জন্য চরম ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা। এবার কি তবে বদলে যাবে আলিশার জীবন। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। এতদিনের অভিনয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলির মধ্যে একটি চরিত্র হল আলিশা।