প্রায় ছয় ঘন্টা চলল জিজ্ঞাসাবাদ, NCB দফতর থেকে বেরলেন দীপিকা, সঙ্গে ছিলেন করিশ্মা

Published : Sep 26, 2020, 04:20 PM ISTUpdated : Sep 26, 2020, 06:16 PM IST

দীপিকা পাডুকোনের পর এবার শ্রদ্ধা কাপুর। এনসিবি জোর কদমে চালাচ্ছে তাদের তদন্ত। রিয়া চক্রবর্তীর জেল হওয়ার পর এবার একে একে উঠে আসছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নাম। দীপিকা, শ্রদ্ধা, সারা আলি খান, রাকুল প্রীত সিং। এনসিবি-র দফতরে সম্প্রতি গিয়ে পৌঁছেছিলেন দীপিকা। মিডিয়ার চোখে ধুলো দিয়ে দশ মিনিট আগেই এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের নজর দীপিকার দিকে ঘুরতে এর ফাঁকে মিডিয়ার চোখে ধুলো দিলেন শ্রদ্ধা কাপুর।

PREV
110
প্রায় ছয় ঘন্টা চলল জিজ্ঞাসাবাদ, NCB দফতর থেকে বেরলেন দীপিকা, সঙ্গে ছিলেন করিশ্মা

সংবাদমাধ্যমের নজর দীপিকার দিকে ঘুরতেই নেটদুনিয়ায় উঠে আসছে নানা কথা। 

210

প্রায় ছয় ঘন্টার জেরার পর দীপিকাকে এনসিবি দফতর থেকে বেরতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ। 

310

ছয় ঘন্টার জেরাতে কী হল বা কী কী তথ্য বেরল সেই নিয়ে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। 

410


অ্যাংজাইটি ইস্যুর বিষয় জানিয়ে দীপিকার অনুরোধ ছিল এনিসি-র জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে রণবীর সিং থাকুক। 

510

সেই আবেদন খারিজ হতেই দীপিকাকে একাই যেতে হয় নার্কোটিকস কন্ট্রোল বিউরিও-র দফতরে। 

610

কিছুক্ষণ পরই তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকেও এনসিবি-র দফতরে দেখা যায়। 

710

এই করিশ্মার থেকে মাদকের লেনদেন চলত দীপিকার। এমনই তথ্য উঠে এসেছে এক ফাঁস হওয়া ওয়াটসঅ্যাপ চ্যাটে।  
 

810

দীপিকার 'মাদক' চ্যাট, ড্রাগ চ্যাটস নামক একটি ওয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য প্রকাশ্যে এসেছে। 

910

দীপিকার জেরার পাশাপাশি কি তবে শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানের জেরাও চালু হয়।  

1010

দীপিকার 'মাদক' চ্যাট, ড্রাগ চ্যাটস নামক একটি ওয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য প্রকাশ্যে এসেছে। 

click me!

Recommended Stories