অনন্যা পান্ডে বলেন, যদি বাথরুম পরিস্কার থাকে, তাহলে ব্যবহার করলেও করতে পারে। অন্যদিকে সিদ্ধান্ত বলেন স নাহ কোনওমতেই নয়। হাজারো পরিস্কার থাকলেও পুরুষদের শৌচালয়ে কোনওমতেই যাবেন না দীপিকা পাড়ুকোন। সকলের মন্তব্য শোনার পর মুখ খোলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ।