করিনার থেকে কী চুরি করে নিতে চান দীপিকা, প্রকাশ্যে ফাঁস করলেন বলিউড ডিভা

করিনা কাপুর ও দীপিকার মধ্যে সস্পর্ক যে বেজায় সুন্দর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মাঝে মধ্যেই তাঁদের একই ফ্রেমে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ছবিতে তাঁদের কমেন্ট করতে দেখা যায়। এমনই এক কমেন্ট এবার ভাইরাল হয়েছিল নেট পাড়ায়। 

Jayita Chandra | Published : Sep 15, 2020 7:06 AM IST
18
করিনার থেকে কী চুরি করে নিতে চান দীপিকা, প্রকাশ্যে ফাঁস করলেন বলিউড ডিভা

সেলেব মহলের নানা খবর নেট পাড়াতে কিছুটা সময় কাটালেই চোখ পড়ে। সেলেবদের অন্দরমহল থেকে শুরু করে তাঁদের শ্যুটিং ফ্রোর, মুহূর্তে ভাইরাল। 

28

তেমনই এখন নেট দুনিয়ার নতুন স্টার হল তৈমুর আলি খান। জন্মলগ্ন থেকেই স্পটলাইটে।

38

ফ্যানের সংখ্যা তার বিশাল। আর সেই দিকে তাকিয়েই করিনাও মাঝে মধ্যে তৈমুরের নানা পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায় পাতায়। 

48

এমনই একটি ভিডিও শেয়ার করেছিলেন করিনা কাপুর। যেখানে শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছিল তৈমুরকে। 

58

সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল নেট পাড়া। তৈমুরকে দেখা মাত্রই দীপিকা লিখেছিলেন তিনি তৈমুরকে তুলে নিয়ে আসতে চান। 

68

সেই পোস্টই মুহূর্তে নজর কেড়েছিল সকলের। কেবল ভক্তদেরই নজরে নয়, তৈমুর সেলেব মহলেরও নজর কেড়েছে। 

78

দীপিকা পাড়ুকোন মাঝে মধ্যেই তৈমুরের বিভিন্ন পোস্টে লাইক ও কমেন্ট করে থাকেন। 

88

তবে এখন ভক্তদের নজর রণবীর দীপিকার দিকে, কবে তাঁরা সুখবর শোনাতে চলেছেন, অপেক্ষায় দিন গোনা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos