এই সকল বিষয় নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ীর পতয় মুখ খুলেছিলেন দীপিকা পাড়ুকোন, একের পর এক পরিস্থিতির শিকার হওয়া তাঁকে বারে বারে ভেঙেছে, গড়েছে, ঝড়ের গতীত পাল্টে গিয়েছে দীপিকার জীবন, লড়াই করতে করতে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছিলেন। সেই পাঠই এখন ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি।