এক ভক্ত এসে কমেন্ট বক্সে লিখেই বসলেন, এটা ভারতের জন্য বড় প্রাপ্তী, কিন্তু দয়া করে দেখবেন, যাবে ভারতই জেতে। ২০১৩ সালে প্রথম তিনি বলিউডে পা রেখেছিলেন, তখন থেকেই শুরু পথ চলা। আর ভক্তদের প্রার্থণাই এবার হয়ে উঠল সত্যি। জিতল ভারত, হারনাজ সান্ধুর মাথায় উঠেছিল মুকুট। সেই সময় চোখে জল চলে এসেছিল উর্বশীর।