২০১৪ সালে রিয়্যালিটি শো রকস্টার-এর একটি পর্বে স্ত্রী শালিনীর সঙ্গে প্রথম পরিচয় করান হানি সিং। তার আগে পর্যন্ত কেউই জানত না যে বিবাহিত ছিলেন। তারপর থেকেই কেরিয়ারের মোড় ঘুরে যায় হানির। সকলের মুখে শুধু একটাই নাম ঘুরতে থাকে হানি সিং। একে একে হাই হিল, লুঙ্গি ডান্স-এর মতো একাধিক গান উপহার দেয় হানি সিং।