কাঁধ অবধি লম্বা চুল, ভুল করে কি দীপিকার পোশাক পরলেন রণবীর, 'খিলজির' নিন্দায় সরব সাইবারবাসী

Published : Jul 01, 2021, 01:40 PM IST

বলিউডে প্রথম সারির অভিনেতা হিসেবে রীতিমতো বি-টাউনে দাপিয়ে বেড়াচ্ছেন রণবীর সিং।একাধিক নারীসঙ্গ উপভোগ করা রণবীরের প্রেমিকার সংখ্যাও ছিল অনেক। ফ্যাশন সেন্সেও বলিউডের সাহসী অভিনেতা বললেই সবার আগে আসে রণবীরের নাম। ফের ফ্যাশন স্টেটমেন্টের বাইরে গিয়ে জেন্ডার স্টেরিওটাইপকে বারবার ভেঙেছেন রণবীর। একাধিকবার চ্যালেঞ্জিং লুকে দেখা গিয়েছে রণবীরকে। ফের ফ্যাশন গোল দিতে গিয়েই নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন রণবীর কাপুর।

PREV
19
কাঁধ অবধি লম্বা চুল,  ভুল করে কি দীপিকার পোশাক পরলেন রণবীর, 'খিলজির' নিন্দায় সরব সাইবারবাসী


ফ্যাশন সেন্সেও বলিউডের সাহসী অভিনেতা বললেই সবার আগে আসে রণবীরের নাম। ফের ফ্যাশন স্টেটমেন্টের বাইরে গিয়ে জেন্ডার স্টেরিওটাইপকে বারবার ভেঙেছেন রণবীর। 

29

একাধিকবার চ্যালেঞ্জিং লুকে দেখা গিয়েছে রণবীরকে। ফের ফ্যাশন গোল দিতে গিয়েই নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন রণবীর কাপুর।
 

39

একাধিকবার চ্যালেঞ্জিং লুকে দেখা গিয়েছে রণবীরকে। ফের ফ্যাশন গোল দিতে গিয়েই নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন রণবীর কাপুর।
 

49


 পরণে নীল রঙের পোশাক, গলায় লম্বা হার, কাঁধ পর্যন্ত লম্বা চুল, চোখ সানগ্লাস। রণবীর এই লুক প্রকাশ্যে আসতেই ছিঃ ছিঃক্কারে  ভরে গিয়েছে নেটদুনিয়া।

59


 পরণে নীল রঙের পোশাক, গলায় লম্বা হার, কাঁধ পর্যন্ত লম্বা চুল, চোখ সানগ্লাস। রণবীর এই লুক প্রকাশ্যে আসতেই ছিঃ ছিঃক্কারে  ভরে গিয়েছে নেটদুনিয়া।

69

রণবীরের জারড লেটো জেন্ডার ফ্লুইড লুক নজর কেড়েছে আলিয়া ভাট থেকে জ্যাকলিন ফার্নান্ডেজের। নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'Alessandro, my beloved'।

79


লাইক-কমেন্টের বন্যা বয়ে গেলেও ছবি দেখা মাত্রই ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনদের মজার খোরাকও হয়েছেন রণবীর। একাধিক মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
 

89

রণবীরের জারড লেটো জেন্ডার ফ্লুইড লুক নজর কেড়েছে আলিয়া ভাট থেকে জ্যাকলিন ফার্নান্ডেজের। নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'Alessandro, my beloved'।

99

সদ্যই মুক্তি পাবে তার আসন্ন ছবি'৮৩'। আপাতত সেই ছবি নিয়েই ব্যস্ত অভিনেতা। ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এবং কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

click me!

Recommended Stories