রণবীরের জারড লেটো জেন্ডার ফ্লুইড লুক নজর কেড়েছে আলিয়া ভাট থেকে জ্যাকলিন ফার্নান্ডেজের। নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'Alessandro, my beloved'।
79
লাইক-কমেন্টের বন্যা বয়ে গেলেও ছবি দেখা মাত্রই ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনদের মজার খোরাকও হয়েছেন রণবীর। একাধিক মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
89
রণবীরের জারড লেটো জেন্ডার ফ্লুইড লুক নজর কেড়েছে আলিয়া ভাট থেকে জ্যাকলিন ফার্নান্ডেজের। নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'Alessandro, my beloved'।
99
সদ্যই মুক্তি পাবে তার আসন্ন ছবি'৮৩'। আপাতত সেই ছবি নিয়েই ব্যস্ত অভিনেতা। ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এবং কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।