'তাম্মা তাম্মা থেকে কলঙ্ক', মাস্টারজি- মাধুরী জুটির সেরা কিছু কোরিওগ্রাফি

প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। গতকাল গভীর রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিনসেল টাউনে। বি-টাউনে তার নাচের দক্ষতায় পঞ্চমুখ ছিল সকলেই। মাধুরী থেকে শ্রীদেবী,হালফিলের আলিয়া সহ বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের কাছে তিনিই  ছিলেন  এক ও অদ্বিতীয়।  বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নৃত্যগুরুও ছিলেন সরোজ খান। তার নাচের মুদ্রায় জীবন্ত হয়ে উঠেছিল বহু গান। দেখে নিন মাধুরী-সরোজ খান জুটির বিখ্যাত কিছু কোরিওগ্রাফি, যা সারাজীবন অমলিন থাকবে।

Riya Das | Published : Jul 3, 2020 9:18 AM / Updated: Jul 03 2020, 09:32 AM IST
110
'তাম্মা তাম্মা থেকে কলঙ্ক', মাস্টারজি- মাধুরী জুটির সেরা কিছু কোরিওগ্রাফি

ফের নক্ষত্রপতন বলিউডে। গতকাল গভীর রাতে প্রয়াত হলেন সকলের প্রিয় মাস্টারজি সরোজ খান।  ১৭ জুন থেকেই বান্দ্রার গুরুনানক  হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে তার করোনা পরীক্ষাও করা হয়। যদিও তা নেগেটিভ আসে।

210

গতকাল গভীর রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সরোজ খান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিনসেল টাউনে।

310

বলিউডে চার দশকের বেশি সময় ধরে জড়িত ছিলেন তিনি। দুহাজারের বেশি গানে কোরিওগ্রাফি করেছেন সরোজ

410

 সালটা ১৯৭৪ । 'গীতা মেরা নাম' ছবিতে কোরিওগ্রাফির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় সরোজ খান। তারপর একের পর এক ছবিতে কোরিওগ্রাফি করেছেন সরোজ খান। 

510

 তেজাব ছবির বিখ্যাত গান এক দো তিন গানে মাধুরীর শরীরী ভাষা, ঝড় তুলেছিল আসমুদ্র হিমাচলে৷ তার পিছনেও ছিলেন সরোজ খান। এই জুটির রসায়নই ছিল এক কথায় অনবদ্য। তিন বার জাতীয় পুরস্কার জয়ী কিংবদন্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

610

১৯৯১ সালে 'থানেদার' ছবির জনপ্রিয় গান 'তাম্মা তাম্মা'-র কোরিওগ্রাফি করেছিলেন সরোজ খান। সেই গানের তালে মাধুরীর নাচ আজও দর্শকমনে হিট।

710

মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরের সুপারহিট  ছবি 'বেটা' -র মূল আকর্ষণই হল ধক ধক করনে লাগা গানটি। আজও সুপারহিটের তকমা পাওয়া বিখ্যাত গানটির কোরিওগ্রাফি করেছিলেন সরোজ খান। মাধুরীর সেই জনপ্রিয় নাচ কোনওদিনই ভুলতে পারবে না দর্শক।

810

মাধুরী  দীক্ষিত, ঐশ্বর্য অভিনীত 'দেবদাস' ছবির  'ডোলা রে' বিখ্যাত গানটির কোরিওগ্রাফি করেছিলেন মাস্টারজি।

910

গতবছরে সর্বশেষে 'কলঙ্ক 'ছবিতে 'তেজাব হো গ্যায়ে' গানের কোরিওগ্রাফি করেন সরোজ খান। এই গানটিতেও মাধুরী ও আলিয়াকে নাচের তালিম দিয়েছিলেন মাস্টারজি।

1010

শুধু মাধুরীই নন, বলিউড অভিনেতাদের পিছনেও তার গভীর অবদান রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos