নিষিদ্ধ প্রেম নিয়ে ওটিটি-তে হাজির হচ্ছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ।'গেহরাইয়া'- ট্রেলার মুক্তির পর থেকেই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে। ত্রিকোণ প্রেম-পরকীয়া নিয়ে ওটিটি-তে হাজির হচ্ছেন দীপিকা। বোনের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন আলিশা।
210
কখনও বিছানায় শুয়ে সিদ্ধান্তের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম খাচ্ছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) , কখনও আবার সমুদ্রের জলেও জমে উঠেছে তাদের গাঢ় রোম্যান্স। বোনের হবু বরের শরীরী নেশাতেই একের পর এক ভুল করেই চলেছেন আলিশা। কিন্তু সেই প্রেমের মায়াজাল কাটিয়ে বেরিয়ে আসতে পারছে না, যার জেরেই টালমাটাল আলিশার ম্যারেড লাইফ।
310
মুক্তির দোরগোড়ায় পরিচালক শকুন বাত্রা পরিচালিত দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি 'গেহরাইয়া'- ট্রেলার। মুক্তির পর থেকেই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে। নিষিদ্ধ সম্পর্কের জটিল ধাঁধার ইঙ্গিতের আভাস ট্রেলারেই মিলেছে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে দীপিকার (Deepika Padukone) যৌনতায় ডুব দিয়েছে নেটিজেনরা।
410
ছকভাঙা ভিন্ন সম্পর্কের রয়াসন নিয়ে কৌতুহল বাড়েছে অনুরাগীদের মধ্যে। ট্রেলারেও সেই উত্তেজনা জিইয়ে রেখেছেন পরিচালক শকুন বাত্রা। মাত্র ২ মিনিট ৪২ সেকেন্ডের এই 'গেহরাইয়া'-র ট্রেলারেই দীপিকা ও সিদ্ধান্তের চরম রোম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের (Deepika Padukone)।
510
বোনের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন আলিশা। ত্রিকোণ প্রেমের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, সেই গল্পই তুলে ধরবে শকুন বাত্রার 'গেহরাইয়া' (Gehraiyaan)ছবি। ছবিতে অনন্যা পান্ডের তুতো বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । এবং অনন্যার প্রেমিকের চরিএে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। এবং দীপিকার প্রেমিকার ভূমিকায় দেখা যাবে ধৈর্যকে।
610
বিয়ের পর এতটা সাহসী চরিত্রে নিজেকে কখনও মেলে ধরেনি বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এই প্রথমবার যেন নিজেকে উজাড় করে দিলেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিংয়ের সঙ্গেও এতটা গাঢ় রোম্যান্সে দীপিকাকে কখনও দেখেননি দর্শক। তবে সিদ্ধান্তের সঙ্গে শরীরী নেশায় নিজেকে যেভাবে উজাড় করে দিয়েছেন তা সকলেরই নজর কেড়েছে।
710
দীপিকা (Deepika Padukone) ও সিদ্ধান্তের চরম রোম্যান্সেই নজর নেটিজেনদের। কেউ দীপিকার প্রশংসা করেছেন তো কেউ আবার সমালোচনা করেছেন। তবে দীপিকা ও সিদ্ধান্তকে অন্তরঙ্গ অবস্থায় দেখে রীতিমতো উত্তেজিত ফ্যানেরা। বিছানায় শয্যাদৃশ্যে ঘনিষ্ঠ হওয়ার আগে কি রণবীরের অনুমতি নিয়েছিলেন দীপিকা, এই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। এবার যোগ্য জবাব দিলেন রণবীর ঘরনি।
810
দীপিকা (Deepika Padukone) ও সিদ্ধান্তের চরম রোম্যান্সেই নজর নেটিজেনদের। কেউ দীপিকার প্রশংসা করেছেন তো কেউ আবার সমালোচনা করেছেন। তবে দীপিকা ও সিদ্ধান্তকে অন্তরঙ্গ অবস্থায় দেখে রীতিমতো উত্তেজিত ফ্যানেরা। বিছানায় শয্যাদৃশ্যে ঘনিষ্ঠ হওয়ার আগে কি রণবীরের অনুমতি নিয়েছিলেন দীপিকা, এই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। এবার যোগ্য জবাব দিলেন রণবীর ঘরনি।
910
একবার তারা চারজন মিলে একসঙ্গে বেড়াতে যান। এবং বেড়াতে গিয়ে সিদ্ধার্থ ও দীপিকা একে অপরের প্রেমে পড়েন। বোনের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন আলিশা ওরফে দীপিকা (Deepika Padukone)। শুরু থেকেই আলিশার প্রতি জায়েনের টান লক্ষ্য করা গেছে। সমাজ, পরিবারের তোয়াক্কা না করে পরস্পরকে কাছে পাওয়ার জন্য চরম ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। এতদিনের অভিনয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলির মধ্যে একটি চরিত্র হল আলিশা।
1010
এর আগে কোনও সিনেমার কারণে এতটা শিরোনামে আসেননি দীপিকা পাড়ুকোন। তৃতীয় ব্যক্তির প্রবেশ,নতুন সম্পর্ক তৈরি হওয়া বাস্তবে এরকম ঘটনা হামেশাই ঘটেই চলেছে। এবার পরকীয়া-দাম্পত্যের বেড়াজালে আটকে পরেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । এবার তা থেকে মুক্তি পেতে নয়া সম্পর্কে জড়িয়ে পড়ার গল্প বলবে 'গেহরাইয়া'।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।