শকুন বাত্রা (Shakun Batra) খোলামেলা জবাবে জানিয়েছেন, 'গেহরাইয়া'-(Gehraiyaan) ছবির ঘনিষ্ঠ দৃশ্যগুলো যাতে আরও বেশি উষ্ণ ও খোলামেলা হয় তার জন্য নিশ্চয়ই নয়। চেয়েছিলাম ওই দৃশ্যগুলোতে অভিনয় করার সময় যেন সবার সম্ভ্রাম বজায় থাকে, এবং অভিজ্ঞতাটাতেও যেন সম্মানের ছোঁয়া থাকে। কোনও বিতর্কের আঁচ পড়ুক এটা কোনওদিনই চাইনি। তবে দর্শকদের সুড়সুড়ি দেব বলে ছবি একাধিক ঘনিষ্ঠ দৃশ্য করিনি।