বিয়ের ২ বছর পার করে সদ্যই দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন নিক-প্রিয়ঙ্কা জুটি। আর এর মধ্যেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি নতুন অতিথি আসতে চলেছে নিক-প্রিয়ঙ্কার জীবনে। তবে কি করিনা-অনুষ্কার পর এবার প্রিয়ঙ্কার পালা। সত্যিই কি জোনাস পরিবারে ছোট্ট খুদে আসতে চলেছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে।