মেয়ে সারা মাদকচক্রে জড়িয়ে, কোনও সাহায্য নয় সইফের, তবে কি লজ্জায় মুখ ফিরিয়ে নিলেন অভিনেতা

একে একে ফাঁস হচ্ছে বলিউডের ডার্কেস্ট সিক্রেটস। দীপিকা পাডুকোন থেকে শ্রদ্ধা কাপুর, সারা আলি খানের নাম উঠে আসছে একে একে। রিয়া চক্রবর্তীর বন্ধু হিসাবে মাদকচক্রে জড়িয়েছে সারা এবং রাকুল প্রীত সিংয়ের নামও। তাঁরা মাদক সেবন করে কি না সে বিষয় তদন্ত চালাচ্ছে এনসিবির-র টিম। ইতিমধ্যেই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন সারা এবং শ্রদ্ধা। জেরায় তাঁরা ফাঁস করেছেন সুশান্তের বিরুদ্ধেই কিছু তথ্য। সেই নিয়েই তোলপাড় হচ্ছে দেশ। সুশান্ত মাদক সেবন করতেন কি না সেই নিয়ে রয়েছে নানা মুণির নানা মত। 

Adrika Das | Published : Sep 28, 2020 6:29 AM IST / Updated: Sep 28 2020, 07:21 PM IST
18
মেয়ে সারা মাদকচক্রে জড়িয়ে, কোনও সাহায্য নয় সইফের, তবে কি লজ্জায় মুখ ফিরিয়ে নিলেন অভিনেতা

বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে সম্প্রতি, যার জেরে কিছু মানুষের মতে মাদক সেবন করতেন সুশান্ত। 

28


সুশান্ত থেকেই বিষয়টি সরাসরি সরে গিয়েছে রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিকের দিকে। এখন তাঁরা দু'জনেই জেলে কাটাচ্ছেন দিনরাত। 

38


সম্প্রতি সারা এবং শ্রদ্দা এনসিবির জেরায় দাবি করে বসেন, সুশান্ত শ্যুটিংয়ের মাঝে মাদক সেবন করতেন নিজের ভ্যানিটি ভ্যানে।

48

সারা এবং শ্রদ্ধা দু'জনেই সুশান্তের সঙ্গে কাজ করেছেন। শ্যুটিংয়ের ফাঁকে সারা এবং শ্রদ্ধা তাঁকে মাদক সেবন করতে দেখেছেন। 

58

এরই মধ্যে সারার থেকে মুখ ফিরিয়ে নিলেন সইফ আলি খান। সবেমাত্র শুরু হয়েছিল সারার কেরিয়ার। 

68

জনপ্রিয়তা লাভের আগেই মাদকচক্রে জড়ালো তাঁর নাম। তবে সই আলি খানের থেকে কি কোনও সাহায্য পাচ্ছেন তিনি। 

78

মা অমৃতা সিং কিংবা বাবা সই কি তাঁকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেন না। 

88

এই নিয়ে জানা গেল। সারা বাবার থেকে কোনও সহয়তাই নেবেন না। অমৃতার থেকেও নয়। এমনকি ঠাকুমা শর্মিলা ঠাকুর সাহায্যের হাত বাড়ালেও একাই সামলাবেন এমন কঠোর পরস্থিতি।

Share this Photo Gallery
click me!

Latest Videos