বলিউডের বহু চর্চিত জুটির মধ্যেই এখন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের নাম শীর্ষে। সিক্রেট রিলেশনশিপের বিষয় হার মানিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুরকেও। কফি উইথ করণের পর থেকেই শুরু হয়েছে তাঁদের প্রেমালাপ। করণের কাউচে বসে ক্যাটরিনা বলেছিলেন তাঁকে এবং ভিকিকে অনস্ক্রিন বেশ ভালই দেখতে লাগবে। তারপর থেকেই বাড়তে থাকের ভিকি-ক্যাটের ঘনিষ্ঠতা। হোলির সময় ইশা অম্বানির পার্টিতে তাঁদের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় যা দেখে ভক্তদের সন্দেহ আরও বাড়তে থাকে। তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পিছনে রয়েছে হরলিন শেঠির দুর্ভাগ্য। কফি উইথ করণে ক্যাটরিনার এই মন্তব্যের পরই হারলিনের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ ঘটে ভিকির। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করার পরপরই হারলিনের সঙ্গে ভিকির ঘনিষ্ঠতা বাড়ে। কয়েক বছর যেতে না যেতেই ব্রেক আপ। অনেকের মতে ক্যাটরিনার কারণেই ঘটেছে এই বিচ্ছেদ।