সম্পত্তির নিরিখে রণবীরের থেকে অনেকটাই এগিয়ে আলিয়া, কত কোটির মালিক জানেন কাপুর ঘরনি

Published : Apr 19, 2022, 02:41 PM IST

ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।  চারহাত তো এক হল রণবীর-আলিয়ার। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। বি-টাউনে আসার কিছুদিনের মধ্যে বাড়ি, গাড়ি, সম্পত্তি বেশ ভালই করে নিয়েছেন আলিয়া ভাট। বিয়ে হতে না হতেই তার সম্পত্তির পরিমাণ নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে সূত্র বলছে, বয়সে ১০ বছরের ছোট হলেও সম্পত্তির নিরিখে রণবীরের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আলিয়া ভাট। কত কোটির মালিক বলিউডের 'গাঙ্গু' জানলে চমকে যাবেন।

PREV
111
সম্পত্তির নিরিখে রণবীরের থেকে অনেকটাই এগিয়ে আলিয়া, কত কোটির মালিক জানেন কাপুর ঘরনি

আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রতিটা বিষয় নিয়েই যেন চর্চা চলছে বলিউডের অন্দরে। দুজনের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। রণবীর ও আলিয়ার সম্পত্তির পরিমাণ হিসেব করে দেখা গেছে ৮৩৯ কোটি টাকা। তবে কে কার থেকে এগিয়ে তা নিয়ে চর্চা চলছে।
 

211

সাম্প্রতিক হিসাব বলছে, সম্পত্তির নিরিখে আলিয়া ভাট নাকি অনেকটাই এগিয়ে রয়েছেন রণবীরের চেয়ে।  বি-টাউনে আসার কিছুদিনের মধ্যে বাড়ি, গাড়ি, সম্পত্তি বেশ ভালই করে নিয়েছেন আলিয়া ভাট। বিয়ে হতে না হতেই তার সম্পত্তির পরিমাণ নিয়েও চর্চা শুরু হয়েছে। 

311

বলি অভিনেত্রী আলিয়া ভাট বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন। এই মুহূ্র্তে এক-একটি ছবির জন্য ১৫ কোটি টাকার কাছাকাছি নেন বলি নায়িকা। এছাড়াও আলিয়ার হাতে প্রচুর বিজ্ঞাপনের কাজও রয়েছে।

411

এক-একটি বিজ্ঞাপন পিছু আলিয়া ভাট নাকি ২ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নেন।  আলিয়ার গাড়ির তালিকাও বিশাল। বেশ কিছু দামি গাড়িও রয়েছে আলিয়ার কাছে। সব মিলিয়ে আলিয়ার সম্পত্তির মোট মূল্য ৫১৭ কোটি টাকা।

511


 কিছুদিন আগেই মুম্বইতে নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। মুম্বইয়ের জুহুর পর ফের ফ্ল্যাট কিনেছেন বান্দ্রায়। অভিনেত্রীর নিজস্ব দুটো আলাদা ফ্ল্যাট রয়েছে। একটি জুহুতে, অপরটি লন্ডনের কভেট গার্ডেনে। সূত্রের খবর, ২৪৬০ স্কোয়্যার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী।

611

৩২ কোটি টাকার ওই একই আবাসনে থাকেন রণবীরের ফ্ল্যাট। ওই অ্যাপার্টমেন্টেরই সাত তলায় রয়েছে রণবীর কাপুরের অ্যাপার্টমেন্ট। আরও জানা গেছে, ৩২ কোটি মূল্যের আলিশান ফ্ল্যাট সাজানোর পুরো দায়িত্বটাই ইন্টিরিয়র ডিজাইনার প্রযোজক গৌরী খানকে দেওয়া হয়েছে। এবং ২০১৬ সালে গৌরীই রণবীর কাপুরের ফ্ল্যাটের ডিজাইন করেছিলেন। 

711


প্রথমবার ১৩ কোটি ১১ লাখ টাকায় জুহুতে ফ্ল্যাট কিনেছিলেন আলিয়াা। এবং সেটাই ছিল তার প্রথম সম্পত্তি। তারপরই ছোটবেলার স্বপ্ন পূরণ করতে ২০১৮ সালে লন্ডনে বাড়ি কেনেন আলিয়া। যার মূল্য ৩৫ কোটি টাকা। এখানেই শেষ নয়, আলিয়ার নিজস্ব একটি সোয়াঙ্কি ভ্যানিটি ভ্যান রয়েছে, যার ডিজাইন করেছেন ডিজাইনার গৌরী খান। বাড়ির পাশাপাশি গাড়ির তালিকাও অনেক বড়।  
 

811

অভিনেত্রীর গাড়ির তালিকাও চোখধাঁধানো।  আলিয়ার গাড়ির তালিকায় রয়েছে রোভার রেঞ্জ ভোগ, অডিএ৬, বিএমডব্লিউ সিরিজ৭। বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে আলিয়ার। প্রতি মাসে ৫০ লক্ষ টাকারও বেশি উপার্জন করেন আলিয়া ভাট। বিভিন্ন অ্যাড থেকেও  মোটা টাকা পারিশ্রমিক পান কাপুর পরিবারের হবু বউমা।  

911

অন্যদিকে রণবীর কাপুরও কোনও অংশে  কম যান না। বান্দ্রায় যে বাড়িতে বিয়ে হয়েছে, সেই বাস্তুর মালিকও রণবীর কাপুর। যার পুরো ডিজাইন করেছেন ডিজাইনার গৌরী খান। বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির দাম ৩৫ কোটি টাকা। 

1011

রণবীরের গাড়ির কালেকশনও আকাশছোঁয়া। রণবীরের গাড়ির তালিকায় তিনটি বহুমূল্যের গাড়ি রয়েছে। এছাড়াও কোটি টাকা মূল্যের ঘড়ি ও স্নিকার্সও রয়েছে। অভিনেতার একাধিক হিট ছবির কারণে পারিশ্রমিকও তুঙ্গে।
 

1111


অভিনেতার ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ছবি। যার ফলে প্রতিটা ছবির প্রতি পারিশ্রমিক পৌঁছেছে  ৫০ কোটি টাকা। একাধিক বিজ্ঞাপনেরও জনপ্রিয় মুখ রণবীর কাপুর। বিজ্ঞাপনের জন্য ৬ কোটি টাকা নেন রণবীর কাপুর।  সবমিলিয়ে রণবীরের সম্পত্তির পরিমাণ ৩২২ কোটি টাকা। সব মিলিয়ে দুজনের মোট সম্পত্তির পরিমাণ ৮৩৯ কোটি টাকা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories