জোর করে করণ জোহারের শো-তে আনা হয়, বিস্ফোরক রণবীর কাপুর, ফাঁস করলেন একাধিক তথ্য
২০২০ শুরু থেকেই একাধিক বিপাকে নাম জড়িয়েছে করণ জোহারের। একের পর এক বিতর্কে কেবল তিনি। সেই আগুনে ঘি ঢেলে বিস্ফোরক রণবীর সামনে আসলেন একাধিক তথ্য, তিনি নাকি যেতেই চাননি কফি উইথ করণে, তাঁকে জোর করা হয়েছিল...