Shocking, শাহরুখকে কবর দেওয়ার পর কীভাবে অস্থি বিসর্জন দিয়েছিলেন করিনা, জানলে অবাক হবেন

Published : Feb 28, 2021, 10:25 AM IST

শাহরুখ খানের বহুলচর্চিত ছবি 'রা-ওয়ান' মুক্তি পেয়েছিল প্রায় এক দশক আগে। সায়েন্স ফিকশন ঘরানার ছবিতে সুপারহিরো রা-ওয়ান চরিত্রে নজর কেড়েছিল শাহরুখ। শাহরুখকে কবর দেওয়ার পর নিজের হাতে অস্থি বিসর্জন দিয়েছিল করিনা কাপুর খান। কোটি কোটি টাকা খরচ করেও ছবির মারাত্মক ভুলে আজও হাসির খোরাক টিম 'রা-ওয়ান'।

PREV
18
Shocking, শাহরুখকে কবর দেওয়ার পর কীভাবে অস্থি বিসর্জন দিয়েছিলেন করিনা, জানলে অবাক হবেন


ফের দ্বিতীয়বারও ফুটফটে পুত্র সন্তানের মা হয়েছেন করিনা কাপুর। বলিউডের অন্যতম পাওয়ার কাপল সইফিনা এখন লাইমলাইটে। ফের বহুলচর্চিত ছবির জন্য ভাইরাল হয়েছেন করিনা কাপুর খান।

28

শাহরুখ খানের বহুলচর্চিত ছবি 'রা-ওয়ান' মুক্তি পেয়েছিল প্রায় এক দশক আগে। সায়েন্স ফিকশন ঘরানার ছবিতে সুপারহিরো রা-ওয়ান চরিত্র দর্শক দেখেছিল । এবং শাহরুখের স্ত্রী সোনিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন করিনা কাপুর খান।

38

শাহরুখ খানের বহুলচর্চিত ছবি 'রা-ওয়ান' মুক্তি পেয়েছিল প্রায় এক দশক আগে। সায়েন্স ফিকশন ঘরানার ছবিতে সুপারহিরো রা-ওয়ান চরিত্র দর্শক দেখেছিল । এবং শাহরুখের স্ত্রী সোনিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন করিনা কাপুর খান।

48

ছবিতে রা-ওয়ানের হাতে মৃত্য হয়েছিল শেখরের। খ্রিস্টান রীতি মেনে কবরস্থ করা হয়েছিল শেখরকে। শাহরুখকে কবর দেওয়ার পর নিজের হাতে অস্থি বিসর্জন দিয়েছিল করিনা কাপুর খান। কোটি কোটি টাকা খরচ করেও ছবির মারাত্মক ভুলে আজও হাসির খোরাক টিম 'রা-ওয়ান'।

58

যেখানে শেখরকে স্যুট পরিয়ে কফিনের মধ্যে রেখে দেওয়া হয়, সেখানে সাধারণ জিনিসটাই ভুলে গিয়েছিলেন পরিচালক অনুভব সিনহা।

68

পরিচালক, প্রযোজক, অভিনেতা কীভাবে এত বড় ভুল এড়িয়ে গেলেন তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ছবির প্রযোজকও ছিলেন খোদ শাহরুখ খান। শেখর যে হিন্দু ছিলেন, খ্রিস্টান নয়, তা একবারও মনে পড়েনি পরিচালকের।

78

শেখরকে কবরস্থ করার পর কীভাবে সাদা সালোয়ার পরে নদীতে অস্থি  ভাসিয়েছিলেন সোনিয়া,  সেই রহস্যের সমাধান আজও হয়নি।

88


বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছিল রা-ওয়ান। সমালোচকদের মন জয় করে ব্যর্থ হয়েছিল এই ছবি। ছবির ভিএফএক্স এতটাই উন্নতমানের ছিল যা হলিউডকে টেক্কা দেওয়ার মতো।  কিন্তু ছবির ব্যর্থতা অনেকটাই কুড়ে কুড়ে খেয়েছিল অনুভব সিনহাকে।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories