Published : Feb 28, 2021, 09:00 AM ISTUpdated : Feb 28, 2021, 09:02 AM IST
কথায় বলে একই দেখতে মানুষ পৃথিবী জুড়ে সাত জন ছড়িয়ে থাকতে পারে, তবে ঐশ্বর্যের হামসাকালের লিস্ট ক্রমেই যেন বেড়ে চলেছে। বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল রাই সুন্দরীর লুকে এক সোশ্যাল স্টার, এবার মিলল আরও এক চমকের খোঁজ, ঠিকানা পাকিস্তান।