নিকের পাশে বেজায় ফিট প্রিয়ঙ্কা, নিজের ইয়ং লুক ধরে রাখতে কোন ডায়েট ফলো করেন পিগি চপস

Published : Jun 02, 2021, 02:35 PM IST

ডায়েট প্ল্যানিং মানেই সারা দিন ব্যালন্স করে বুঝে খাবার খাওয়া। নিজেকে ফিট রাখতে সেলেব মহল প্রতিটা মুহূর্তে নিজের পার্ফেক্ট ডায়েট মেনে চলেন। পিগি চপসের খাবার সিক্রেট কী! সকাল থেকে রাত তাঁর পাতে কী কী পদ থাকে জেনে নিন...

PREV
17
নিকের পাশে বেজায় ফিট প্রিয়ঙ্কা, নিজের ইয়ং লুক ধরে রাখতে কোন ডায়েট ফলো করেন পিগি চপস

নিকের পাশে প্রিয়ঙ্কা, প্রথমে সমালোচনার ঝড় উঠলেও পরবর্তী বেজায় এই দুই স্টারকে মানিয়েছে একই ফ্রেমে। কীভাবে বয়সকে তুড়ি মেরে এই লুক ধরে রেখেছেন প্রিয়ঙ্কা!

27

ব্রেকফাস্টে প্রিয়ঙ্কার চাই এক গ্লাস দুধের সঙ্গে ওট মিল খান। অথবা দুটো ডিম খান। 

37

লাঞ্চে খান দুটি রুটি, ডাল ও সবজি। বারোটার মধ্যে প্রিয়ঙ্কা দুপুরে খাবার খেয়ে থাকেন। 

47

সন্ধের জলখাবার হিসেবে টার্কি স্যান্ডউইটচ ও স্যালাড খান। শরীরচর্চার পর হালকা খাবার খেয়ে থাকেন তিনি।

57

ডিনারে সুপ, গ্রিলড চিকেন বা ফিশ খান। রাতে আটটার মধ্যে খাবার খেয়ে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। 

67

এছাড়া প্রতি দু ঘণ্টা অন্তর নারকেলের জলের সঙ্গে বাদাম খান তিনি। এতে শরীর চরতাজা থাকে ও রিফ্রেশ হয়ে যান পিগি চপস।

77

শরীরকে হাইড্রেটেড রাখার জন্য অনেকটা জল খান। এতে ত্বকও ভালো থাকে।

click me!

Recommended Stories