সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর একমাস পরেই জল্পনা ক্রমশ বাড়ছে। একের পর এক বিতর্ক জল্পনাকে আরও জোড়ালো করছে। চলতি মাসের আর ২ দিন পর অর্থাৎ ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'। 'মিটু'-র অভিযোগে নাম জড়ানো হয়েছে সুশান্ত সিং রাজপুতের। ছবির অভিনেত্রী সঞ্জনার সঙ্গে তিনি নাকি খারাপ ব্যবহার করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়েছিল এই অভিযোগ। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ নেটিজেনদের একাংশ। সামনেই ছবি মুক্তির দিন। সত্যিটা সামনে এনে মুখ খুললেন 'দিল বেচারা' অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভারতীয় সিনেমা অপূরণীয় ক্ষতি। একজন প্রতিভাবান অভিনেতাকে হারাল বলিউড। তার সহজ সরল অভিনয় থেকে, মিষ্টি হাসি মনে দাগ কাটেনি এমন মানুষের সংখ্যা প্রায় হাতে গোনা।
210
এখনও বিতর্কের রেশ একটুকুও ফিকে হয়নি। বরং প্রতিদিনই নতুন রং নিচ্ছে বলিউডের স্বজনপোষণ।
310
এখনও বিতর্কের রেশ একটুকুও ফিকে হয়নি। বরং প্রতিদিনই নতুন রং নিচ্ছে বলিউডের স্বজনপোষণ।
410
এই মিটু অভিযোগে সুশান্তের নাম জড়ানোর সময় দেশে ছিলেন না অভিনেত্রী। তারপর দেশে ফিরে সব শুনে হতবাক হয়ে যান অভিনেত্রী। তিনি স্পষ্ট জানান, সুশান্তের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যে। তার স্বীকারোক্তিতেই হাঁফ ছেড়ে বাঁচেন অভিনেতা।
510
তিনি জানিয়েছেন, মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবিতে যখন তার রোজ শ্যুটিং করতেন তখই এইসব খবর প্রকাশিত হয়েছিল।
610
অভিনেত্রী আরও জানিয়েছেন, আমি জানতাম সুশান্ত আমাকে কী বোঝাতে চায়, এবং আমার বিষয়টিও সে বুঝত। আর সেটাই যথেষ্ঠ।
710
যারা এই সব ভুঁয়ো খবর রটিয়েছেন তাদের কোনওদিনই পাত্তা দিইনি। যারা এই খবর লিখেছেন, তাদের প্রতিও কোন শ্রদ্ধা নেই, আর যারা বিশ্বাস করেছেন, তাদের কথা না বলাই ভাল।
810
তিনি স্পষ্ট জানিয়েছেন, পুরো বিষয়টি সাজানো গল্প। একটা কথাও সত্যি নয়। এমনকী সুশান্ত সেইসময় নিরূপায় হয়ে তাদের স্কিনশটও প্রকাশ্যে এনেছিল।
কিন্তু আজ সুশান্ত নেই, তবে পুরোনো অভিযোগ, বিতর্ক, খবরের কাগজের পাতায় কিংবা ডিজিট্যাল মিডিয়ার আর্কাইভে রয়েই গেছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।