'মিটু'-র অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন সুশান্তের 'দিল বেচারা' অভিনেত্রী, জানুন ঠিক কী ঘটেছিল

Published : Jul 22, 2020, 12:15 PM IST

 সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর একমাস পরেই জল্পনা ক্রমশ বাড়ছে। একের পর এক বিতর্ক জল্পনাকে আরও জোড়ালো করছে। চলতি মাসের আর ২ দিন পর অর্থাৎ ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'। 'মিটু'-র অভিযোগে নাম জড়ানো হয়েছে সুশান্ত সিং রাজপুতের। ছবির অভিনেত্রী সঞ্জনার সঙ্গে তিনি নাকি খারাপ ব্যবহার করেছেন।  বিভিন্ন সংবাদমাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়েছিল এই অভিযোগ। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ নেটিজেনদের একাংশ। সামনেই ছবি মুক্তির দিন। সত্যিটা সামনে এনে মুখ খুললেন 'দিল বেচারা' অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘি।

PREV
110
'মিটু'-র অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন  সুশান্তের 'দিল বেচারা' অভিনেত্রী, জানুন ঠিক কী ঘটেছিল

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভারতীয় সিনেমা অপূরণীয় ক্ষতি। একজন প্রতিভাবান অভিনেতাকে হারাল বলিউড। তার সহজ সরল অভিনয় থেকে, মিষ্টি হাসি মনে দাগ কাটেনি এমন মানুষের সংখ্যা প্রায় হাতে গোনা। 

210

এখনও বিতর্কের রেশ একটুকুও ফিকে হয়নি। বরং প্রতিদিনই নতুন রং নিচ্ছে বলিউডের স্বজনপোষণ।

310

এখনও বিতর্কের রেশ একটুকুও ফিকে হয়নি। বরং প্রতিদিনই নতুন রং নিচ্ছে বলিউডের স্বজনপোষণ।

410

এই মিটু অভিযোগে সুশান্তের নাম জড়ানোর সময় দেশে ছিলেন না অভিনেত্রী। তারপর দেশে ফিরে সব শুনে হতবাক হয়ে যান অভিনেত্রী। তিনি স্পষ্ট জানান, সুশান্তের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যে। তার স্বীকারোক্তিতেই হাঁফ ছেড়ে বাঁচেন অভিনেতা।

510

তিনি জানিয়েছেন, মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবিতে যখন তার রোজ শ্যুটিং করতেন তখই এইসব খবর প্রকাশিত হয়েছিল।

610

অভিনেত্রী আরও জানিয়েছেন, আমি জানতাম সুশান্ত আমাকে কী বোঝাতে চায়, এবং আমার বিষয়টিও সে বুঝত। আর সেটাই যথেষ্ঠ।

710

যারা এই সব ভুঁয়ো খবর রটিয়েছেন তাদের কোনওদিনই পাত্তা দিইনি। যারা এই খবর লিখেছেন, তাদের প্রতিও কোন শ্রদ্ধা নেই, আর যারা বিশ্বাস করেছেন, তাদের কথা না বলাই ভাল।

810

তিনি স্পষ্ট জানিয়েছেন, পুরো বিষয়টি সাজানো গল্প। একটা কথাও সত্যি নয়। এমনকী সুশান্ত সেইসময় নিরূপায় হয়ে তাদের স্কিনশটও প্রকাশ্যে এনেছিল।

910

এরপরই নিজে পদক্ষেপ নেন সঞ্জনা। সকলকে সত্যিটা জানান অভিনেত্রী।

1010

কিন্তু আজ সুশান্ত নেই, তবে পুরোনো অভিযোগ, বিতর্ক, খবরের কাগজের পাতায় কিংবা ডিজিট্যাল মিডিয়ার আর্কাইভে রয়েই গেছে।

click me!

Recommended Stories