মিটু আন্দোলনে জড়িয়েছিল সুশান্তের নাম, ৯ ঘণ্টা জেরার কী জানালেন দিল বেচারা নায়িকা

 সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে একের পর এক পরিজন, সহ অভিনেতা-অভিনেত্রী পরিবারের সদস্যদের পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে। সেই সুবাদেই মঙ্গলবার দীর্ঘ জেরার মুখে পড়তে হল দিলবেচারা ছবির অভিনেত্রীকে। তাঁর বয়ানেই উঠে এল নয়া তথ্য। 

Jayita Chandra | Published : Jul 1, 2020 12:55 PM IST
18
মিটু আন্দোলনে জড়িয়েছিল সুশান্তের নাম, ৯ ঘণ্টা জেরার কী জানালেন দিল বেচারা নায়িকা

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারাতে অভিনেতার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নতুন অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘীকে। 

28

সেই ছবির শ্যুটিং থেকে শুরু করে সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্ত, কোথাও কী কোনও সুত্র লুকিয়ে রয়েছে, তা যাচাই করে দেখছে এবার পুলিশ। 

38

জেরার জন্য মঙ্গলবার সঞ্জনাকে থানায় ডেকে পাঠানো হয়। একের পর এক প্রশ্ন, টানা ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। 

48

সেখানেই উঠে এল মিটু আন্দোলোনের প্রসঙ্গ। সঞ্জনা তাঁর মায়ের কাছেই থাকে। তাই ভারতের বাইরে থাকার সুবাদে অনেক কিছুই এড়িয়ে যায় তাঁর নজর।

58

ভারতে ফিরে তাঁর চোখে পড়ে, সুশান্ত নাকি অশ্লীল আচরণ করেছেন তাঁর সঙ্গে। সেটে অস্বস্তিতে পড়তে হয়েছিল সঞ্জনাকে। 

68

এই খবরে নাম জড়িয়ে তখন সুশান্ত সিং রাজপুত ভাইরাল। কিন্তু সবটা জানতে পেরে সঞ্জনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেন এমন কিছুই ঘটেনি তাঁর সঙ্গে।

78

ছবি ঘিরে বা সেই ছবির সঙ্গে যুক্ত থাকা কাস্টেরা কোনও ভাবেই তাঁকে অসন্মান করেনি। সুশান্তের সঙ্গে তাঁর প্রথম দেখা হয় শ্যুটিং সেটে। 

88

এদিন সঞ্জনারা মুখে থাকে কেবলই আক্ষেপের সুর। দীর্ঘক্ষণের জেরার পর পুলিশ বলে মিটু আন্দোলন থেকে সুশান্তের নাম সরিয়ে নিতে চায় সঞ্জনা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos