প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশ জুড়ে শোকের ছায়া। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। ৯২ বছরেই না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর (RIP Lata Mangeshkar )। ২৭ দিনের লড়াই শেষ হল আজ সকালেই। মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৯২ বছর। কোটি কোটি অনুরাগীর প্রার্থনায় এবার আর সারা দিলেন না বর্ষীয়াণ গায়িকা। সরস্বতী পুজোর রেশের মধ্যেই চলে গেলেন সুরের সরস্বতী। বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক অজানা কাহানি নিয়ে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া।
৯২ বছরেই না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর (RIP Lata Mangeshkar )। ২৭ দিনের লড়াই শেষ হল আজ সকালেই। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশ জুড়ে শোকের ছায়া। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ।
210
কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর (RIP Lata Mangeshkar ) কারোর সঙ্গেই কখনও খারাপ ব্যবহার করেননি। প্রকাশ্যে কারোর সমন্ধে কটু কথা তো দূর কারোর প্রতি কখনওই রাগ দেখাতেও দেখা যায়নি তাকে।
310
বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক অজানা কাহানি নিয়ে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে অনেকেই জানেন না একটা সময়ে দিলীপ কুমারের সঙ্গে কথা বলা বন্ধ ছিল লতা মঙ্গেশকরের। কিংবদন্তী বলি তারকার উপর রাগ করে প্রায় ১৩ বছর কথা বলা বন্ধ করে দিয়েছিলেন লতা।
410
প্রয়াত কিংবদন্তি অভিনেতার সঙ্গে দাদা ও বোনের সম্পর্ক ছিল। নিজের বোনের মতোই স্নেহ করতেন লতা মঙ্গেশকরকে। দিলীপ কুমারকে বহু বছর ধরে রাখিও পরতেন সুর-সাম্রাজ্ঞী। তবে কী এমন হয়েছিল যে পুরোপুরি কথা বলা বন্ধ হয়ে গেল।
510
সলীল চৌধুরীর 'মুসাফির' ছবিতে 'লাঘি না ছোট' গানটি গাওয়ার জন্য দিলীপ কুমারকে নেওয়া হয়েছিল। এদিকে লতা মঙ্গেশকরও জানতেন না তিনি দিলীপব কুমারের সাথে গান গাইবেন। এই গানকে কেন্দ্র করেই শুরি হয় ঝামেলা।
610
উর্দু ভাষায় দুর্দান্ত পারদর্শী ছিলেন দিলীপকুমার। বিখ্যাত সঙ্গীতজ্ঞ অনিল বিশ্বাসকে দিলীপ কুমার জিজ্ঞাসা করেছিলেন লতা কোনও শহরে থাকেন। যখন জানতে পেরেছিলেন মহারাষ্ট্রের,তখনই কিংবদন্তি বলেন মহারাষ্ট্রবাসীরা গান গাইতে ওস্তাদ হলেও তাদের উর্দু উচ্চারণ মোটেই সাবলীল নয়।
710
দিলীপ কুমারের এই কথা লতার কানে পৌঁছাতে খুব বেশি সময় নেয়নি। এই কথা শোনার পর থেকেই এতটাই কষ্ট পেয়েছিলেন লতা যে নিজের দাদার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন সুর সাম্রাজ্ঞী।
810
কিংবদন্তী বলি তারকা দিলীপ কুমারের এই মন্তব্যের পরই আরও নিখুঁত করে উর্দু উচ্চারণের প্রশিক্ষণ নিয়েছিলেন লতা মঙ্গেশকর। দীর্ঘ বছর কেটে যাওয়ার পর ১৯৭০ সালে ফের একে অপরের সঙ্গে কথা বলেন দিলীপ কুমার ও লতা মঙ্গেশকর।
910
সকাল ৮.১২ মিনিটে চিরঘুমের দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর । লতার চিকিৎসক প্রতীত সমদানি জানিয়েছেন, তাকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করা হলেও মাল্টি অর্গান ফেলিওরেই জেরেই মৃত্যু হল লতা মঙ্গেশকরের।
1010
আপাতত তার পার্থিব দেহ লতা মঙ্গেশকরকে শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই কোকিলকন্ঠিকে শেষশ্রদ্ধা জানানো হবে )। লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোকের ছায়া পড়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।