উর্দু ভাষায় দুর্দান্ত পারদর্শী ছিলেন দিলীপকুমার। বিখ্যাত সঙ্গীতজ্ঞ অনিল বিশ্বাসকে দিলীপ কুমার জিজ্ঞাসা করেছিলেন লতা কোনও শহরে থাকেন। যখন জানতে পেরেছিলেন মহারাষ্ট্রের,তখনই কিংবদন্তি বলেন মহারাষ্ট্রবাসীরা গান গাইতে ওস্তাদ হলেও তাদের উর্দু উচ্চারণ মোটেই সাবলীল নয়।