বরাবরই বিকিনিতে স্বচ্ছন্দ দিশা পাটানি ( Disha Patani )। সম্প্রতি দিশা নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ বিকিনি লুকের ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দিশার শরীরের প্রতিটি খাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। প্রতিটি ছবিতে লাস্যময়ী দিশা।
সমুদ্র কতটা ভালাবসেন দিশা তা আর নতুন করে বলার কিছুই নেই। এবার মলদ্বীপে গিয়েই বিচকন্যা হয়ে উঠেছেন দিশা পাটানি ( Disha Patani ) । একের পর এক ছবি ভিডিও শেয়ার করেছেন দিশা। যা মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।