Disha Patani: অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট নিতম্ব, ভেজা শরীরে দিশার বুকের খাঁজে চোখ আটকে ভক্তদের

দিশা পাটানিকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সাহসী পোশাকে নিজেকে মেলে ধরতে কখনওই পিছপা হননা দিশা। বরং টোনড ফিগারে ভক্তদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত টাইগারের প্রেমিকা। সম্প্রতি মলদ্বীপে গিয়ে নীল জলরাশির অতল গভীরে বিচকন্যা হয়ে উঠেছেন দিশা পাটানি।  বিকিনি প্রতিটি ছবিতে শরীরের ভাঁজে ঝড় তুলেছেন দিশা। কিলার লুকের ছবি দেখে ঘাম ঝরছে নেটিজেনদের।
 

Riya Das | Published : Jan 11, 2022 3:35 AM IST / Updated: Jan 11 2022, 09:08 AM IST
110
Disha Patani: অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট নিতম্ব, ভেজা শরীরে দিশার বুকের খাঁজে চোখ আটকে ভক্তদের

নিউ ইয়ার মানেই ছুটির আমেজ। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে নিভৃতে সময় কাটাচ্ছেন বলি অভিনেত্রী দিশা পাটানি ( Disha Patani ) । মলদ্বীপ নীল জলরাশির অতল গভীরে বিচকন্যা হয়ে উঠেছেন দিশা পাটানি। 

210


 ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগারে লাস্যময়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা। প্রতিটি ছবিতেই যেন শরীরী উষ্ণতা চুইয়ে পড়ছে। কনকনে ঠান্ডায় শীতের আমেজে দিশার হাইভোল্টেজে কাঁপছে নেটপাড়া ( Disha Patani ) । 

310

বলি তারকাদের পছন্দের ডেস্টিনেশন মানেই মলদ্বীপ, ফুরসত পেলেই উড়ে যান মলদ্বীপের নীল জলরাশির অতল গভীরে। নিউ ইয়ার সেলিব্রেশনে একান্ত মুহূর্ত কাটাতে মলদ্বীপে পৌঁছে গেছিলেন বলিউডের বিকিনি বেব দিশা পাটানি( Disha Patani ) এবং টাইগার শ্রফ। 

410

সাহসী পোশাকে নিজেকে মেলে ধরতে কখনওই পিছপা হননা দিশা ( Disha Patani )। বরং টোনড ফিগারে ভক্তদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত টাইগারের প্রেমিকা। অভিনেত্রীর বিকিনি লুক হামেশাই চর্চায় থাকে।

510

বরাবরই বিকিনিতে স্বচ্ছন্দ দিশা পাটানি ( Disha Patani )। সম্প্রতি দিশা নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ বিকিনি লুকের ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দিশার  শরীরের প্রতিটি খাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। প্রতিটি ছবিতে লাস্যময়ী দিশা।

610

মিঠে রোদের ছটায় চকচক করছে দিশার ত্বকের গ্লো। জলে ভেজা শরীরের ছবি পোস্ট করতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে। নিতম্বের একাংশ উন্মুক্ত করেই ছবিতে হট পোজ দিয়েছেন দিশা ( Disha Patani ) ।

710


সমুদ্র কতটা ভালাবসেন দিশা তা আর নতুন করে বলার কিছুই নেই। এবার  মলদ্বীপে গিয়েই বিচকন্যা হয়ে উঠেছেন দিশা পাটানি ( Disha Patani ) । একের পর এক ছবি ভিডিও শেয়ার করেছেন দিশা। যা মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

810

সম্প্রতি মলদ্বীপে গিয়েও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন দিশা। ভেজা শরীরে নোনা জলে গা ডুবিয়ে পোজ দিয়েছেন দিশা পাটানি (Disha Patani )। জলের নিচেও স্পষ্ট শরীরের প্রতিটা খাঁজ। গোলাপি বিকিনিতে পিঙ্ক গার্ল হয়ে উঠেছেন বলিউডের বিকিনি বেব।

910


ছবি শেয়ার করা মাত্রই আগুন জ্বলে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শীতের পারদ যত কমছে ততই যেন উষ্ণতার পারদ বাড়িয়ে দিচ্ছেন দিশা পাটানি (Disha Patani ) । ছবি দেখে কালঘাম ছুটছে ভক্তদের।

1010

ছুটির দিনে প্রায়শই সমুদ্র সৈকতে চলে যান দিশা পাটানি। তার সুপারহট সেক্সি ফিগার ফ্লট করতেই যেন সমুদ্রকেই বেছে নেন টাইগারের প্রেমিকা (Disha Patani ) । বিকিনি লুকে ছবি দিয়েই বারেবারে শিরোনামে উঠে আসেন দিশা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos