বরাবরই বিকিনিতে স্বচ্ছন্দ দিশা পাটানি ( Disha Patani )। সম্প্রতি দিশা নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ বিকিনি লুকের ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দিশার শরীরের প্রতিটি খাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। প্রতিটি ছবিতে লাস্যময়ী দিশা।
সমুদ্র কতটা ভালাবসেন দিশা তা আর নতুন করে বলার কিছুই নেই। এবার মলদ্বীপে গিয়েই বিচকন্যা হয়ে উঠেছেন দিশা পাটানি ( Disha Patani ) । একের পর এক ছবি ভিডিও শেয়ার করেছেন দিশা। যা মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছবি শেয়ার করা মাত্রই আগুন জ্বলে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শীতের পারদ যত কমছে ততই যেন উষ্ণতার পারদ বাড়িয়ে দিচ্ছেন দিশা পাটানি (Disha Patani ) । ছবি দেখে কালঘাম ছুটছে ভক্তদের।
1010
ছুটির দিনে প্রায়শই সমুদ্র সৈকতে চলে যান দিশা পাটানি। তার সুপারহট সেক্সি ফিগার ফ্লট করতেই যেন সমুদ্রকেই বেছে নেন টাইগারের প্রেমিকা (Disha Patani ) । বিকিনি লুকে ছবি দিয়েই বারেবারে শিরোনামে উঠে আসেন দিশা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।