জানেন কি, অক্ষয় কুমারের প্রাক্তন প্রেমিকাই ছিল অজয়ের প্রথম প্রেম

Published : Sep 10, 2020, 07:14 PM IST

বলি অভিনেত্রী কাজল বর্তমানে  অজয় দেবগণকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। তাদের প্রথম দেখা থেকে একে অপরের সঙ্গে অন্য সম্পর্কে থাকাকালীন মন বিনিময়, এই কাহিনি সকলেরই জানা। বাড়ির মত না থাকা সত্ত্বেও গাটছড়া বাঁধেন বলিউডের এই জুটি। কিন্তু অনেকেই হয়তো জানেন না কাজল তার প্রথম প্রেম ছিল না। অক্ষয় কুমারের প্রাক্তন প্রেমিকাই সিংহমের প্রথম প্রেম ছিল।  জেনে নিন সেই অজানা কাহিনি।  

PREV
19
জানেন কি, অক্ষয় কুমারের প্রাক্তন প্রেমিকাই  ছিল অজয়ের প্রথম প্রেম

জনসাধারণের সামনে নিজেদের ভালবাসা না দেখালেও বলিউডের কাজল এবং অজয় জুটি আজও জনপ্রিয় জুটির শীর্ষে।

29

অজয় তার দুর্দান্ত অভিনয় ক্ষমতা এবং পারফেকশনের জন্যই বলিউডে পরিচিত। অভিনেতার পাশাপাশি তিনি ভাল প্রযোজকও বটে।
 

39

নিজের অভিনয় দক্ষতার জন্যই অনেক পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। এখনও পর্যন্ত বি-টাউনে তার জনপ্রিয়তা একই রয়েছে। এমনকী ১৯ বছর পেরিয়ে গেলেও কাজলের সঙ্গে তার ভালবাসাতেও একটুও ভাটা পড়েনি।

49

কিন্তু অনেকেই হয়তো জানেন না কাজল তার প্রথম প্রেম ছিলেন না।

59

 অক্ষয় কুমারের প্রাক্তন প্রেমিকাই সিংহমের প্রথম প্রেম ছিল। 

69

কাজলের আগে তিনি নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী রবিনা টন্ডনের সঙ্গে ডেটিং করতেন। তাদের প্রেম ঠিক না হলেও ডেটিংয়ের গুজব ছড়িয়ে গিয়েছিল বি-টাউনে।

79

রবিনার সঙ্গে ব্রেক আপের পরই অজয় দেবগণ করিশ্মা কাপুরের সঙ্গে ডেটিং করতেন। 

89

রিপোর্টে জানা গিয়েছিল, রবিনার সঙ্গে ডেটিং করতে করতেই করিশ্মার সঙ্গে ডেটিং করেন অক্ষয়। সেই কারণেই রবিনার সঙ্গে তার চিড় ধরে।

99

যদিও ও এসব এখন অতীত। বর্তমানে অজয় তার পরিবার ও ছেলে মেয়ে নিয়ে ভীষণ হ্যাপি রয়েছে। 

click me!

Recommended Stories