সত্য মেয়ব জয়তে, একটি এপিসোড শ্যুট করতে কত টাকা পারিশ্রমিক নিতেন আমির

Published : Sep 10, 2020, 03:35 PM IST

রিয়ালিটি শো থেকেই বেশ কিছু প্রথম সারির তারকা রয়েছেন, যাঁরা অধিকাংশ আয় করে থাকেন। জনপ্রিয় রিয়ালিটি শো-এর সঙ্গেই তাই যুক্ত বলিউডের প্রথম সারির বেশ কিছু তারকা।য অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান ও সলমন খান। সত্য মেয়ব জয়তে শো-এর সঞ্চালক ছিলেন আমির খান। কত টাকা পারিশ্রমক নিয়ে ছিলেন আমির খান...

PREV
18
সত্য মেয়ব জয়তে, একটি এপিসোড শ্যুট করতে কত টাকা পারিশ্রমিক নিতেন আমির

রিয়ালিটি শোতে বরাবরই বলিউড তারকাদের দেখা যায় প্রথম সারিতে থাকতে। 

28

বিগ বস থেকে শুরু করে কেবিসি, অমিতাভ থেকে সলমন, সেই তালিকাতে নাম লিখিয়েছিলেন আমির খানও। 

38

এটাই একমাত্র শো, যেখানে আমির খানকে টিভির পর্দায় দেখা গিয়েছিল।

48

টিআরপির শীর্ষে থাকা এই শো হোস্ট করতে প্রথম আমির খানের কাছেই গিয়েছিল আবেদন। 

58

সাফ না বললেও আমির খান যে টাকা চেয়েছিলেন, তা চোকাতে রীতিমত ভাবতে হয়েছিল প্রযোজক সংস্থাকে। 

68

কিন্তু পরবর্তীতে তাতেই রাজি হয়ে যাওয়ায় আমির খানকেই দর্শকেরা পেয়েছিলেন এই টিভি শোতে।

78

একটি এপিসোড শ্যুট করার জন্য আমির খান নিতেন তিন কোটি টাকা। 

88

যদিও সলমন খান আমিরের এই রেকর্ড ভেঙে দিয়েছেন বিগ বস শো-তে।  

click me!

Recommended Stories