চরম সঙ্গমের সুখ ভুলে ফুলশয্যার রাতেই জেনেলিয়াকে 'Divorce'-দিতে চেয়েছিলেন রীতেশ, জানেন কেন

৩৪-শে পা দিলেন বলি অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা। বলিউড ছেড়ে এখন অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ঠিক ধরে রেখেছেন জেনেলিয়া। স্বামী ও সন্তান নিয়ে তার সুখী পরিবার। 'তুঝে মেরি কসম' সিনেমার সেটে মন দেওয়া নেওয়া শুরু হয়েছিল জেনেলিয়া ও রীতেশের। কাজ করতে করতেই প্রেম তারপর বিয়ে। তবে জানেন কি, ফুলশয্যার রাতেই  সদ্য বিবাহিত স্ত্রী জেনেলিয়া ডিভোর্স দিতে চেয়েছিলেন রিতেশ দেশমুখ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা জানলে অবাক হবেন।

Riya Das | Published : Aug 5, 2021 7:22 AM IST
18
চরম সঙ্গমের সুখ ভুলে ফুলশয্যার রাতেই জেনেলিয়াকে 'Divorce'-দিতে চেয়েছিলেন রীতেশ, জানেন কেন
বলিউডের মিস্টি প্রেমের জুটি বললেই সবার প্রথমে মাথায় আসে রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজার নাম। ২০০২ সালে 'তুঝে মেরি কসম' সিনেমার সেটে মন দেওয়া নেওয়া শুরু হয়েছিল।
28
৩৪-শে পা দিলেন বলি অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা। বলিউড ছেড়ে এখন অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ঠিক ধরে রেখেছেন জেনেলিয়া। স্বামী ও সন্তান নিয়ে তার সুখী পরিবার।
38
যত দিন যাচ্ছে ততই যেন জেনেলিয়া -রিতেশের প্রেম যেন আরও গাঢ় হচ্ছে। আর তা তাদের সোশ্যাল মিডিয়া পিডিএ-তেই স্পষ্ট ধরা পড়ছে। মাত্র ১৬ বছর বয়সেই ২৪-এর তরুণ রীতেশের প্রেমে পড়েন জেনেলিয়া।
48
সিনেমা কাজ করতে করতেই একে অপরের প্রেমে পড়ে, বেশিদিন দেরি না করেই তারপর বিয়ে করে নেন রীতেশ ও জেনেলিয়া। সম্প্রতি এমন এক ঘটনা প্রকাশ্যে এসেছে, যা শুনে সকলেরই চক্ষু চড়কগাছ হয়েছে।
58
লকডাউনের সময়ে একের পর এক মজার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন রিতেশ। যেখানে কখনও বাসন মাজতে, কখনও বাড়ি পরিষ্কার করতে দেখা গেছিল রিতেশকে। কিন্তু জেনেলিয়া সবসময়েই ব্যস্ত থাকত তার ফোন নিয়ে।
68
২০১২ সালের ৩ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনেলিয়া ও রিতেশ। বর্তমানে দুই সন্তানও রয়েছে তাদের। এবং সন্তানদের নিয়েও একাধিক ভিডিওতে খুনসুটিতে মেতে ওঠেন জেনেলিয়া।
78
সম্প্রতি একটি ভিডিও দেখে সকলেই হতবাক হয়েছেন নেটিজেনরা। ভিডিওটিতে রিতেশ বলেছেন, ফুলশয্যার রাতেই আমি জেনেলিয়াকে ডিভোর্স দিতাম। এর পিছনেও একটি বড় কারণ রয়েছে।
88
ফুলশয্যার রাতে আমি ওকে বলেছিলাম মুখ থেকে ঘোমটাটা সরাও, ও বলেছিল আমি পারব না নিজে সরিয়ে নাও। আমি সেদিনই বুঝেছিলাম ও একটা কামচোর। রিতেশের এই কথা শুনেই সকলে অবাক হয়েছেন। তবে পুরো ভিডিওটি যে মজার ছলে বানানো হয়েছে তা বোঝা গেছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos