আচকমা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আলিয়া ভাট, হঠাৎ কী হল কাপুর পরিবারের হবু বউমার

Published : Jan 19, 2021, 01:43 PM IST

আচকমা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হল কাপুর পরিবারের হবু বউমা তথা বলি অভিনেত্রী আলিয়া ভাটকে। হঠাৎ কী এমন হল অভিনেত্রীর । খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে কেমনই বা আছেন মহেশ কন্যা আলিয়া, একাধিক প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

PREV
19
আচকমা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আলিয়া ভাট, হঠাৎ কী হল কাপুর পরিবারের হবু বউমার


গত রবিবারই হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে  বলি অভিনেত্রী আলিয়া ভাটের।

29

শরীর খারাপ বুঝতে পেরেই আচমকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল আলিয়া ভাটকে।

39

রবিবার সন্ধে বেলায় মুম্বইয়ের হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল আলিয়াকে। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়তে থাকে।

49


যদিও হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর প্রয়োজনীয় ওষুধ দিয়ে ছেড়ে দেওযা হয়েছে  আলিয়াকে। আপাতত আগের চেয়ে অনেকটাই ভাল আছেন অভিনেত্রী।

59

সূত্রের খবর অত্যধিক কাজের চাপের ফলেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী আলিয়া। এবং তারপরই তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

69


 লকডাউন শিথিল হতেই ফের শুরু হয়েছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র- শুটিং।

79

সূত্রের খবর, গত প্রায় দু মাস ধরে নাকি রাত-দিন এক করে কাজ করে চলেছেন আলিয়া ভাট। এবং এই শুটিংয়ের কারণে অনেকদিন টাইমমতো  বাড়ি ফিরতেও পারেননি অভিনেত্রী।

89

মধ্যরাত কিংবা ভোরবেলাতেই মাসের পর মাস বাড়ি ফিরেছেন কাপুর পরিবারের হবু বউমা। এর কারণ একটাই, যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করা। এবং একটানা শুটিংয়ের ধকলই নিতে পারেননি আলিয়া।

99

মধ্যরাত কিংবা ভোরবেলাতেই মাসের পর মাস বাড়ি ফিরেছেন কাপুর পরিবারের হবু বউমা। এর কারণ একটাই, যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করা। এবং একটানা শুটিংয়ের ধকলই নিতে পারেননি আলিয়া।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories