মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস নয়, হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো' ঝুমা বউদি নামেই সকলের কাছে পরিচিত। আর ঝুমা বৌদিকে চেনে না এমন দেওরের সংখ্যা প্রায় হাতে গোনা।
হাতে কফির কাপে চুমুক দেওয়ার আগেই নো মেক আপ লুকে শিহরণ জাগিয়েছেন মোনালিসা।বোল্ড লুকের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'প্রতিটি দিনই নতুন কিছু নিয়ে শুরু হয়, জোরে নিঃশ্বাস নাও তারপর হাসো এবং দিন শুরু করো'।