সুকেশকে স্বপ্নের পুরুষ বলেই মনে করতেন। এমনকী কনম্যানকে বিয়ের পরিকল্পনাও ছিল। তবে আজ কী হাজিরা দেবেন নাকি আবার এড়িয়ে যাবেন। কোন তথ্য উঠে আসবে নয়া জেরায়, তা নিয়েই জল্পনা বাড়ছে। ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নামে।