ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ইডির, পরিণতি ভয়ঙ্কর

জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে চর্চা মোটেই থামবার নয়। শিরোনামে কীভাবে থাকতে হয়,তা জ্যাকলিন ভালই জানেন। অন্তর্বতী কালীন জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের। গত শনিবার আদালতের তরফেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন নায়িকা। এর মধ্যেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে জানা গিয়েছে, জ্যাকলিন নাকি ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যেতে পারেননি। এমনটাই  অভিযোগ করেছেন ইডি। 

Web Desk - ANB | Published : Oct 23, 2022 3:23 AM IST / Updated: Oct 23 2022, 08:54 AM IST
19
 ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ইডির, পরিণতি ভয়ঙ্কর

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের।  কিছুদিন আগেই  একটানা ৮ ঘন্টার ম্যারাথন জেরার মুখে পড়েন জ্যাকলিন। তবে এই প্রথমবার নয়, এর আগেও ২১৫ কোটি টাকা উদ্ধারের মামলায় একাধিকবার ইডি-র ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন। 

29

জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে চর্চা মোটেই থামবার নয়। শিরোনামে কীভাবে থাকতে হয়,তা জ্যাকলিন ভালই জানেন। অন্তর্বতী কালীন জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের। গত শনিবার আদালতের তরফেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন নায়িকা। 

39


এর মধ্যেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে জানা গিয়েছে, জ্যাকলিন নাকি ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যেতে পারেননি। এমনটাই  অভিযোগ করেছেন ইডি। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

49


সুকেশের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছেন জ্যাকলিনের। ইডির পক্ষ থেকে দানা গিয়েছে, জ্যাকলিন ইডি-র সঙ্গে সাহায্য করছেন না তদন্তে। শুধু তাই নয়, এই সময়ে তিনি ভারত ছেড়ে চলে যাওয়ারও চেষ্টা করেছিলেন বলে অভিযোগে জানানো হয়েছে।

59


জ্যাকলিন শ্রীলঙ্কার বাসিন্দা। আপাতত তিনি ভারতেই থাকেন। তবে কেন তিনি ভারত ছেড়ে যাওয়ার অনুমতি পাননি সে বিষয়ে জানাতে গিয়ে ইডির তরফে বলা হয়েছে। তিনি একবার দেশ ছেড়ে গেলে তার ফল কী হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। এমনকী ভারত ছেড়ে যাওয়ার জন্য যথাযথ কোনও কারণও দেখাতে পারেননি অভিনেত্রী তাই তিনি অনুমতিও পাননি নায়িকা।

69

ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নাম। জানা গিয়েছে সুকেশ গ্রেফতার হওয়ার পরই নিজের ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেছে জ্যাকলিন। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের।  

79

 

অন্যদিকে সুকেশের সঙ্গে বেশ ভাল ভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ । এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিতেন  সুকেশ চন্দ্রশেখর। 

89

সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী  প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।

99

 সুকেশকে স্বপ্নের পুরুষ বলেই মনে করতেন। এমনকী কনম্যানকে বিয়ের পরিকল্পনাও ছিল।  তবে আজ কী হাজিরা দেবেন নাকি আবার এড়িয়ে যাবেন। কোন তথ্য উঠে আসবে নয়া জেরায়, তা নিয়েই জল্পনা বাড়ছে। ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নামে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos