একটানা ৫ ঘন্টা ম্যারাথন জেরা, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডি-র তলব জ্যাকলিন ফার্নান্ডেজকে

সাহসী অবতারে হট ফোটোশ্যুট থেকে যোগা ভিডিও শেয়ার করে সর্বদাই পেজ থ্রি-র শিরোনামে থাকেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার বড়সড় বিপাকে পড়লেন শ্রীলঙ্কান সুন্দরী। দিল্লিতে ইডির জেরার মুখে পড়েছেন বলি অভিনেত্রী। আর্থিক তছরূপের মামলায় সলমনের ঘনিষ্ঠ বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। একটানা প্রায় ৫ ঘন্টা সময় ধরে লাগাতার ইডিক প্রশ্নের মুখে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ।
 

Riya Das | Published : Aug 31, 2021 4:05 AM IST / Updated: Aug 31 2021, 09:38 AM IST
18
একটানা ৫ ঘন্টা ম্যারাথন জেরা, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডি-র তলব জ্যাকলিন ফার্নান্ডেজকে

বলিউডের অন্দরে  কান পাতলে একটা খবরই শোনা যাচ্ছে, যা নিয়ে রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার বড়সড় বিপাকে পড়লেন শ্রীলঙ্কান সুন্দরী। 
 

28

দিল্লিতে ইডির জেরার মুখে পড়েছেন বলি অভিনেত্রী। আর্থিক তছরূপের মামলায় সলমনের ঘনিষ্ঠ বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।
 

38

সূত্রের খবর, একটানা প্রায় ৫ ঘন্টা সময় ধরে লাগাতার ইডি-র প্রশ্নের মুখে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। দিল্লিতেই জেরা করা হয়েছে অভিনেত্রীকে।
 

48


ইডি-সূত্রে জানা গিয়েছে, আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত হিসেবে নয়, বরং সাক্ষী হিসেবেই জিজ্ঞাসাবাদ করা চলছে জ্যাকলিনকে। 
 

58

কয়েক হাজার কোটি টাকা তোলাবাজির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। যিনি এই তোলাবাজি ব়্যাকেটের প্রধান মাথা। বহু কোটি টাকা তোলা  ব়্যাকেটের সঙ্গে যোগাযোগ নিয়েই প্রশ্নের মুখে পড়েছন জ্যাকলিন।
 

68

মাস কয়েক আগেই ১৭৫ কোটি টাকা দিয়ে বিলাসবহুল আবাসন কিনেছেন জ্যাকলিন। সমুদ্রের তীরবর্তী বাড়িতে জমে উঠেছিস প্রেম। জ্যাকলিনের প্রেমিক একজন দক্ষিণ ভারতের ব্যবসায়ী।

78


২০০৯ সালে 'আলাদিন' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন জ্যাকলিন। তারপর থেকেই বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

88

ইতিমধ্যেই জ্যাকলিনের হাতে একগুচ্ছ প্রজেক্ট রয়েছে। জ্যাকলিনের 'ভূত পুলিশ', 'অ্যাটাক', 'বচ্চন পান্ডে', 'রাম সেতু'-র মতো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos