বলিউডের প্রতিটি ছবি কিছু না কিছু ছাপ ফেলে যায় দর্শকদের মনে। কখনও ছবির গান, কখনও আবার গল্প অভিনয়। তবে এগুলো ছাড়াও বেশ কিছু সংযোজন থাকে ছবিতে যা মুহূর্তে ছবিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ছবিতে তেমনই এক অধ্যায় হল চুমু।
কবীর সিং, ছবি ২০১৯ থেকেই এই ছবি খবরের শিরোনামে। একাধিক চুমুর দৃশ্যে ধরা দিয়েছিলেন শাহিদ-করিনা।
210
যব উই মেট ছবিতে চুমুর দৃশ্যে ধরা দিয়েছিলেন শাহিদ কাপুর ও করিনা কাপুর।
310
রামলীলা ছবিতে চুমুর দৃশ্যে দীপিকা-রণবীর। মুহূর্তে ছড়িয়ে ছিল এই ভিডিও।
410
ধুম ছবিতে চুমুর দৃশ্যে হৃত্বিক- ঐশ্বর্য। ছবিতে এই দৃশ্য দৃষ্টি আকর্ষণ করেছিল।
510
থ্রি ইডিয়টস ছবিতে চুমুর দৃশ্যে করিনা কাপুর ও আমির খান।
610
নয়া পোজে চুমু খেয়ে ঝড় তুলেছিলেন দিশা পাটানি। মলঙ্গ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর।
710
মাডার ছবিতে ইমরান হাসমি একাধিক অন্তরঙ্গ ছবিতে ধরা দিয়ে খবরের শিরোনামে নাম লিখিয়েছিলেন।
810
রাজা হিন্দুস্তানী ছবিতে এই চুমুর দৃশ্যে নজর কেড়েছিলেন আমির খান ও করিশ্মা কাপুর।
910
ব্যান্ড বাজা বারাত ছবিতে অনুষ্কা ও রণবীর সিং-এর চুমুর দৃশ্য ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
1010
যব তক হ্যায় জান ছবিতে চুমুর দৃশ্যে শাহরুখ খান ও ক্যাটরিনা কইফ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।