১০ বছরের সম্পর্কে ইতি, পাকাপাকি ভাবে ঘর ভাঙল কঙ্কনা-রণবীরের

Published : Aug 14, 2020, 01:14 PM IST

একের পর এক বড় ধাক্কা। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না।  সম্প্রতি পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বলি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা ও রণবীর শোরের। দীর্ঘদিন ধরেই তাদের বিবাহ-বিচ্ছেদের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। অবশেষে  আইনতভাবে বিবাহবিচ্ছেদ হল কঙ্কনা সেন শর্মার। রণবীর ও কঙ্কনার বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী। তিনি জানিয়েছেন, নিজেদের মধ্যে  পারস্পারিক বোঝাপড়া করেই তারা দুজনে আইনত আলাদা হয়েছেন।

PREV
18
১০ বছরের সম্পর্কে ইতি, পাকাপাকি ভাবে ঘর ভাঙল কঙ্কনা-রণবীরের

সম্প্রতি পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বলি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা ও রণবীর শোরের। দীর্ঘদিন ধরেই তাদের বিবাহ-বিচ্ছেদের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। অবশেষে  আইনতভাবে বিবাহবিচ্ছেদ হল কঙ্কনা সেন শর্মার। 

28

দীর্ঘ ৫ বছর ধরেই তারা আলাদা থাকছিলেন। ২০১০ সালে বলি অভিনেতা রণবীর শোরের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন কঙ্কনা। 

38

যদিও খুব ধুমধাম করে নয়, পরিবারের লোকজন ও  ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়েটা সেরেছিলেন দুজন। 

48

কিন্তু বিয়ের কয়েকবছর যেতে না যেতেই সমস্যা শুরু হয়েছিল। তারপরও হাজারো সমস্যার মধ্যে তারা এগিয়ে ছিলেন। 

58

সালটা ২০১৫। এই বছর থেকেই তারা পুরোপুরি ভাবে আলাদা থাকতে শুরু করেন। তারপরও সম্পর্ক নিয়ে সমস্যা লেগেই থাকে। 

68

আলাদা থাকার পরও নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখতে তারা কাউন্সিলিংও করান। কিন্তু আর সম্ভব হল না। 

78

চলতি বছরে ফেব্রুয়ারি মাসে তারা পাকাপাকিভাবে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জানান। এবং বর্তমানে আইনত ভাবে তাদের বিবাহ-বিচ্ছেদ সম্পন্ন হয়ে গেছে। 

88

 উল্লেখ্য রণবীর ও কঙ্কনার একটি পুত্রসন্তানও আছে। সম্প্রতি ইরফান খানের  শেষ ছবি আংরেজি মিডিয়াম ও কুণাল খেমুর লুটকেস ছবিতে দেখা গিয়েছে রণবীর শোরেকে ৷ এবং অন্যদিকে ভূমি পেডনেকরের সঙ্গেনেটফ্লিক্সের  ডলি, কুট্টি অউর ওহ চমকতে সিঁতারে-তে দেখা যাবে কঙ্কনাকে ৷
 

click me!

Recommended Stories