উল্লেখ্য রণবীর ও কঙ্কনার একটি পুত্রসন্তানও আছে। সম্প্রতি ইরফান খানের শেষ ছবি আংরেজি মিডিয়াম ও কুণাল খেমুর লুটকেস ছবিতে দেখা গিয়েছে রণবীর শোরেকে ৷ এবং অন্যদিকে ভূমি পেডনেকরের সঙ্গেনেটফ্লিক্সের ডলি, কুট্টি অউর ওহ চমকতে সিঁতারে-তে দেখা যাবে কঙ্কনাকে ৷