উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ। শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। তবে এবার নগ্ন হতে গিয়েই বড় বিপাকে পড়েছেন উরফি জাভেদ। অশ্লীলতা ছড়ানোর অভিযোগে সমাজকর্মী ও এনজিও-র পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ কমিশনারের কাছে চিঠি পৌঁছে গিয়েছে। উরফির নগ্ন ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। এমনকী এফআইআর দায়ের হতে পারে বলে জানা গিয়েছে।