শরীরে নেই সুতো, নগ্ন হয়ে 'বিবস্ত্র' শরীর দেখাতেই বিপাকে উরফি, দায়ের হতে পারে 'এফআইআর'

উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।  ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ। শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। তবে এবার নগ্ন হতে গিয়েই বড় বিপাকে পড়েছেন উরফি জাভেদ। অশ্লীলতা ছড়ানোর অভিযোগে সমাজকর্মী ও এনজিও-র পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ কমিশনারের কাছে চিঠি পৌঁছে গিয়েছে। উরফির নগ্ন ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। এমনকী এফআইআর দায়ের হতে পারে বলে জানা গিয়েছে।
 

Riya Das | Published : Aug 5, 2022 2:53 PM / Updated: Aug 05 2022, 03:10 PM IST
110
শরীরে নেই সুতো, নগ্ন হয়ে 'বিবস্ত্র' শরীর দেখাতেই বিপাকে উরফি, দায়ের হতে পারে 'এফআইআর'

 যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ।   ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ। 
 

210

শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। তবে এবার নগ্ন হতে গিয়েই বড় বিপাকে পড়েছেন উরফি জাভেদ। 
 

310

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে সমাজকর্মী ও এনজিও-র পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ কমিশনারের কাছে চিঠি পৌঁছে গিয়েছে। উরফির নগ্ন ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। এমনকী এফআইআর দায়ের হতে পারে বলে জানা গিয়েছে।

410

সূত্রের খবর, যে সংস্থার পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে সেখানে লেখা রয়েছে ভারতীয় সংস্কৃতির বিরোধী উরফি জাভেদ। যার ফলে দেশের যুবসমাজের কাছে ভুল বার্তা পৌঁছাবে।  আমাদের দেশে নারীকে সম্মান করা হয়। কিন্তু এই পোশাক যথেষ্ঠ কুরুচিকর। তাই উরফির নামে এফআইআর দায়ের করা উচিত।

510

খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। তিনি যেন কোনওমতেই নিজেকে শান্ত রাখতে পারছেন না।

610

খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। তিনি যেন কোনওমতেই নিজেকে শান্ত রাখতে পারছেন না।

710

কয়েকদিন আগেই ইনস্টাতে ভক্তদের চমকে দিয়েছিলেন উরফি জাভেদ। ফ্যাশনিস্তার কীর্তি দেখেই রেগে আগুন হয়েছেন ভক্তরা। বক্ষযুগল দুই হাত দিয়ে চেপে ধরে রয়েছেন উরফি। আর সেই ভিডিও  সটান পোস্ট করে দিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ভিডিও পোস্ট করতেই নেটদুনিয়ায় যেন আগুন জ্বলে উঠছে। ছবি দেখে অনেকেই তার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন।

810


আর কতটা নীচে নামবে, উরফিকে দেখে এই একটা প্রশ্ন উঠে আসছে। শিরোনামে থাকার জন্য যে এতটা নীচে নামাও সম্ভব তা ফের প্রমাণ করে দিলেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। লাজ লজ্জা ত্যাগ করে এমন ছবিও যে পোস্ট করা যায় তা উরফিকে দেখেই শিক্ষা নিচ্ছে জেনওয়াইরা।
 

910

 স্তনযুগল চেপে ধরে নেটপাড়ায় ঘুম কেড়ে নিলেন ফ্যাশনিস্তা উরফি। উন্মুক্ত শরীরে নেটপাড়ায় ঝড় তুললেন  উরফি জাভেদ। সারা শরীরে  হালকা  সবুজ রঙের সুতো জড়িয়ে ন্যুড রঙের অন্তর্বাস পরে স্তনযুগল চেপে ধরেই ছবি পোস্ট করলেন উরফি। অর্ধনগ্ন শরীরে উরফিকে দেখে কালঘাম ছুটছে ভক্তদের।

1010

চুল দিয়ে স্তনযুগল চেপে ধরেই ছবি পোস্ট করলেন উরফি জাভেদ। অর্ধনগ্ন শরীরে উরফিকে দেখে কালঘাম ছুটছে ভক্তদের। ক্যামেরার সামনে  মাথায় উপর হাত তুলে বক্ষদেশ চুল দিয়ে ঢেকেই ভক্তদের পাগল করে দিয়েছেন উরফি জাভেদ।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos