বরাবরই পজেসিভ অনস্ক্রিন চুম্বনে মত্ত, তার জেরেই কি সম্পর্কে ফাটল ধরেছিল টাইগার-দিশার

দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্কের জল্পনাই এক ভিন্ন স্বাদের। কারণ তাঁদের মধ্যে থাকা প্রেম এক সময় বলিউডের হট টপিক। তবে কেন বিচ্ছেদের পথ বেছেনিলেন এই দুই তারকা! কোথাও গিয়ে কি টাইগারকে দেওয়া কথা রখাতে পারলেন না দিশা। 

Jayita Chandra | Published : Feb 7, 2021 6:34 AM IST
110
বরাবরই পজেসিভ অনস্ক্রিন চুম্বনে মত্ত, তার জেরেই কি সম্পর্কে ফাটল ধরেছিল টাইগার-দিশার

টাইগার শ্রফ ও দিশা পাটানির মধ্যে থাকা সম্পর্কে গভীরতার কথা কম বেশি অনেকরই জানা। 

210

ভ্যালেন্টাইন ডে-তে প্রকাশ্যে এসেছিল তাঁদের গোপন প্রেম কাহিনি। এক সঙ্গে একাধিক জায়গায় দেখাও যেত তাঁদের। তবে সেই সম্পর্ক কেন বেশিদিন দানা বাঁধল না! 

310

টাইগার বেজায় আগলে রাখতেন দিশাকে। একাধিকবার তা ফ্রেমবন্দি হয়েছে। দিশার পরণে ছোট পোশাক মানেই টাইগার যেতেন রেগে।  

410

তবে এই বিষয় দিশাও কোনও অংশে পিছিয়ে থাকতেন না। তিনিও শর্ত চাপিয়ে ছিলেন টাইগারের ওপর। অনস্ক্রিন কোনও কিস নয়। 

510

এমন কি অন্তরঙ্গ দৃশ্যেও শ্যুট করতে পারবেন না টাইগার। এমনই শর্ত চাপিয়ে ছিলেন দিশা। 

610

টাইগার কথা রাখলেও দিশা কথা রাখতে পারেননি। মালাঙ্গ ছবিতে তাঁর দীর্ঘ চুম্বন মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। যদিও ততদিনে সম্পর্কে ইতি টেনেছেন দুজনেই। 

710

তাঁরা দুজনেই জানিয়েছিলেন, এখন তাঁরা কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত, তাই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর নয়। 

810

তবে হট লুকে দিশা যেন এই বিচ্ছেদের পরই হয়ে ওঠেন আরও ভাইরাল। মুহূর্তে ঝড় তোলে তাঁর হট পোজ। 

910

প্রকাশ্য টাইগার জানিয়েও ছিলেন যে তাঁর পছন্দের তালিকাতে এখন শ্রদ্ধা কাপুর।  যদিও এখন আবারও গোপনে সম্পর্কের জল্পনা উষ্কে দিয়েছে এই জুটি। 

1010

এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos