Published : May 08, 2020, 05:37 PM ISTUpdated : May 08, 2020, 05:45 PM IST
বার বছরের সংসার। আজও যেমন আনকোড়া নতুন সোনম। বিবাহ বার্ষিকীকে শুভেচ্ছার উত্তরে এমনটাই জানালেন আনন্দ আহুজা। তবে সম্পর্কের সমীকরণটা শুরুতে এমন ছিল না। আনন্দের প্রথম প্রস্তাবেই রাজি হননি সোনম কাপুর। লকডাউনেই কাটছে সোনমের চতুর্থ বিবাহ বার্ষিকী।