২২ টি বাড়ি, বিদেশে ৭৫ কোটির বাংলো, ১১ কোটির বুলেট প্রুফ গাড়ি, রইল আমিরের সম্পত্তির ঝলক

আমির খান। বলিউডের সেই অন্যতম স্টারকিডদের মধ্যে পড়েন যিনি নিজের প্রতিভার গুণে মিস্টার পারফেকশনিস্টের জায়গা অর্জন করেছেন। বাবার নাম, যশ, খ্যাতি নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ঠিকই। তবে ছবি পেতে এবং নিজের জায়গা তৈরি করতে যে তিনি খুব বেশি সুবিধা পেয়েছিলেন তা নয়। ছবি ফ্লপ থেকে শুরু করে বিভিন্ন অসফলতাই দেখেছেন জীবনে, তবুও হার মানেননি আমির। কঠোর পরিশ্রমে আজ বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে একজন তিনি। এই জায়গা প্রায় দু'দশক জুড়ে ধরে রেখেছেন। সেখান থেকেই এই সাংঘাতিক দামী জিনিসগুলির মালিক হয়ে উঠেছেন তিনি। 

Adrika Das | Published : Aug 15, 2020 3:26 PM IST / Updated: Aug 15 2020, 09:16 PM IST
110
২২ টি বাড়ি, বিদেশে ৭৫ কোটির বাংলো, ১১ কোটির বুলেট প্রুফ গাড়ি, রইল আমিরের সম্পত্তির ঝলক

বাইশটি বাড়ি একটি শহরতলিতে। শাহাবাদ বলে উত্তর প্রদেশের একটি ছোট শহরে আমির খানের নামে রয়েছে ২২ টি বাড়ি। 

210

এই ২২ টি বাড়ি ছাড়া পঞ্চগনিতে রয়েছে এক প্রকান্ড বাংলো। যার দাম ১৫ কোটির বেশি। 

310

মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ফ্রিডা অ্যাপার্টমেন্ট, যেখানে তিনি এখন থাকেন। সেই বাড়ির দাম ৬৫ কোটি টাকা। 

410

কেবল ভারতেই নয়, আমেরিকার বেভারলি হিলসে একটি বাড়ি আছে অভিনেতার। যার দাম ৭৫ কোটি। 

510

আমিরের বাড়িতে রয়েছে এক ধরণের দামী আসবাব। সেই আসবাবেরই দাম দুই কোটির কাছাকাছি। 

610

এছাড়া তাঁর গাড়ির তালিকা বলতে গেলে অন্তহীন। মারসিডিজ বেনজ এস৬০০-এর দাম ১১ কোটি ৬ লক্ষ। 

710

দ্বিতীয় গাড়ি, রোলস রয়েস কুপ। যার দাম ৪ কোটি ৬ লক্ষ। গাড়িটির বিশেষত্ব হল এটি বুলেটপ্রুফ। 

810

তৃতীয় গাড়িটি হল বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইংল কার। যার দাম ৩ কোটি ১০ লক্ষ। 

910

আমিরের পছন্দের রেঞ্জ রোভারের দাম এক কোটি চুয়াত্তর লক্ষ। তাঁকে প্রায় এই গাড়িটিতে দেখা যায়। 

1010

আমিরের শখের বিএমডাব্লুটির দাম এক কোটি দুই লক্ষ। এই গাড়িটি করে তাঁকে প্রায় শ্যুটিংয়ে যেতে দেখা যায়।  

Share this Photo Gallery
click me!

Latest Videos