বারাণসীতে ৩৫০ মাঝির পরিবার পাচ্ছে সোনুর সাহায্য, টাকা পাচ্ছেন কোথায়, তবে কি রাজনৈতিক যোগ

লকডাউনে এক অন্য সোনু সুদকেই চিনেছে সাধারণ মানুষ। স্টার মানেই তাঁর ঝাঁচকচকে লুকে সেলেব মাহল নয়, পথে নেমে সাধারণের পাশে কীভাবে বিপদের দিনে দাঁড়াতে হয় তা দেখিয়ে দিচ্ছেন সোনু সুদ। টানা ছয় মাসের এই হারে সাহায্য করার পর এবার প্রশ্নের মুখে সোনু...

Jayita Chandra | Published : Sep 3, 2020 12:53 PM
19
বারাণসীতে ৩৫০ মাঝির পরিবার পাচ্ছে সোনুর সাহায্য, টাকা পাচ্ছেন কোথায়, তবে কি রাজনৈতিক যোগ

কেবল পর্দার হিরো নন তিনি। সোনু সুদ এখন রিয়েল লাইফ হিরো। সাধারণ মানুষের পাশে গত ছয় মাসে যেভাবে তিনি দাঁড়িয়েছেন, তা বর্তমানে এক কথায় বিরল। 

29

বিটাউনের বাঘাবাঘা তারকাদের বলে বলে ছয় মেরে সোনু দেখিয়েছেন, সাহায্য করা কাকে বলে, সাধারণের স্টার হতে গেলে পথে নেমে কীভাবে বিপদে পাশে থাকতে হয়।

39

সোনু সুদের সাহায্য শুরু পরিযায়ী শ্রমিকদের পাশে থাকা থেকে। এরপর বন্যায় ভেসে যাওয়া মানুষের বাড়িও তৈরি করেছেন তিনি। 

49

চাকরির ব্যবস্থা করতে পোর্টাল তৈরি করেছেন, সাধারণ মানুষ যাতে বাড়ি ফিরতে পারেন তার জন্য হেল্প লাইনও চালু করেছেন সোনু। 

59

পরীক্ষার্থীদের বাড়ি ফেরা থেকে শুরু করে মাঝি পরিবারদের পাশে দাঁড়ানো। এতো দিন তাঁর সাহায্যকে নেটিজেনরা গ্রহণ করলেও এবার তুলছে প্রশ্ন। 

69

কোথা থেকে পাচ্ছে সোনু সুদ এতো টাকা। সম্প্রতি সোনু সুদ ৩৫০ টি মাঝি পরিবারের পাশে দাঁড়ালেন। এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে তবে কি রাজনৈতিক কোনও যোগ রয়েছে!

79

এত টাকা পাচ্ছেন কোথা থেকে সোনু। টাকা কোথা থেকে পাচ্ছেন সেই বিষয় মুখ না খুললেও এবার সোনু সাফ জানালেন, যে তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না। 

89

যদি তিনি রাজনীতিতে আসেন তবে সেই কাজটা তিনি ভালো মতোই করবেন। সবার খেয়ালও রাখবেন। কিন্তু এখন তাঁর সময় নেই এই সব করার। 

99

সাফ উত্তর দিয়ে সোনু জানালেন, রাজনীতি আসতে চাইলে এমনই আসতে পারেন। তার জন্য কোনও কৌশলের প্রয়োজন নেই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos