গাঙ্গুবাঈ কথিয়াওয়াদি বহুপ্রতীক্ষিত ছবি। এই ছবি প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই তা ঝড় তোলে নেট দুনিয়া। আলিয়া ভাট বরাবরই ভার্সেটাইল অভিনেত্রী। এবার তার ছবি বিকলো মোটা অংকের।
গঙ্গুবাই কথিয়াওয়াদি ছবির প্রথম লুক প্রকাশ্যে আসে ২০১৯ সালে। সঞ্জয় লীলা বনসালির সঙ্গে এটাই আলিয়ার প্রথম ছবি।
210
কথা ছিল অন্য একটি প্লট নিয়ে কাজ করার। যেখানে আলিয়ার বিপরীতে দেখা যেত সালমান খানকে।
310
কিন্তু ছবির সিক্যুয়েল সালমানের পছন্দ না হওয়ায় মাঝপথেই সেট থেকে বিদায় নিয়েছিলেন ভাইজান।
410
এদিকে আলিয়ার সব ডেট ছিল বুক। ফলে প্রশ্ন উঠে আলিয়ার এই দেশ গুলিকে নিয়ে কিভাবে কাজে লাগানো যায়।
510
সেই মর্মে কাজ শুরু হয় গাঙ্গুবাঈ কাঁথিওয়াদির। ছবি শুরু হওয়ার পর প্রকাশ্যে আসে আলিয়ার লূক। যা মুহূর্তে প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে।
610
এই চরিত্রের জন্য টেস্ট এরপরই সিলেক্ট করা হয়েছিল আলিয়া ভাটকে। বলিউডের এখন তিনি হট কুইন।
710
যার ফলে আলিয়া ছবি তৈরি হবার পূর্বেই তড়িঘড়ি বিক্রি হয়ে গেল মোটা অংকে।
810
এক অনলাইন সংস্থা 70 কোটি টাকা দিয়ে কিনে নিল এই সিনেমার অনলাইন সত্ব। জিটিভি এখনো শেষ হয়নি ছবি।
910
এখনো দু দুটি গানই শুটিং বাকি। বাকি রয়েছে সম্পুর্ন পোস্ট প্রোডাকশনের কাজ। তার আগেই অনলাইনে মুক্তি ফাইনাল এই ছবির।
1010
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।