Gehraiyaan Gossip: সিদ্ধান্তের গালে চুমু খেতে সলমনকে অনুরোধ, কেন এমন বললেন দীপিকা

ছবির প্রমোশনে গেহরাইয়া টিম উপস্থিত বিগ বসের মঞ্চে, সেখানেই কথার পৃষ্ঠে ওঠা নানান কথার মাঝে সলমন খানকে এক অনুরোধ করে বসলেন দীপিকা পাড়ুকোন। যা শুনে রীতিমত অবাক ভক্তমহল, কিন্তু আর পেছনে থাকা আসল কারণটা অনেকেরই জানা। ঠিক কী ঘটল!

Jayita Chandra | Published : Jan 31, 2022 12:08 PM IST
19
Gehraiyaan Gossip: সিদ্ধান্তের গালে চুমু খেতে সলমনকে অনুরোধ, কেন এমন বললেন দীপিকা

সলমন খানের (salman Khan) ভক্তবলে কথা। অনেকেই রয়েছেন যাঁরা এক কথায় ভাইজান (Bhaijan) বলতে অজ্ঞান। এরই মাঝে যদি স্বপ্নের স্টার বাস্তবের মাটিতে এসে ধরা দেয়! বিষয়টা ঠিক কেমন হবে! অবাক কাণ্ড বা আশ্চর্যের হলেও ওই মুহূর্তে তা বিশ্বাস কার দায়।

29

এক কথায় বলতে গেলে ছোট থেকে যে মানুষটাকে ভালোবাসা, পর্দায়, যাঁকে দেখে মন ভালো হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে থাকে, হঠাৎই একদিন যদি সেই মানুষটা চোখের সামনে এসে ধরা দেয়! বিষয়টা ঠিক কেমন হয়! এবার এমনই এক এক পরিস্থিতির সাক্ষী থাকলেন বান্টি অউর বাবলি ২ (Bunty Aur Babli 2) ছবির স্টার সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturbeedi)। 

39

বিগ বসের মঞ্চে দাঁড়িয়ে চোখে জল চলে এলো সিদ্ধান্তের। বিগ বস ১৫-র (Bigg Boss) টিআরপি (TRP) বর্তমানে তুঙ্গে। যার ফলে এই রিয়ালিটি শো-এর মঞ্চে হাজির গোটা গেহরাইয়া ছবির টিমের সদস্যরা। সেখানেই সিদ্ধান্তকে নিয়ে এমনই কথা বলে বসলেন দীপিকা। 

49

কারণ একটাই, সিদ্ধান্ত চতুর্বেতি সলমন খানের ভিষণ রকমের ভক্ত। এই নিয়ে বিগ বসের মঞ্চে এলেন তিনি দ্বিতীয়বা। যেখানে তাঁর সঙ্গে দেখা হয় ভাইজানের। এর আগে রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) সঙ্গে উপস্থিত হয়েছিলেন সিদ্ধান্ত। তিনি সামনে থেকে সলমন খানকে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না।

59

মুহূর্তে জানালেন ঠিক কত বড় ভক্ত তিনি ভাইজানের। ভাইজানের ভক্ত হাজার হাজার, কিন্তু সিদ্ধান্তকে দেখে এদিন সলমন খানও বেশ আবেগ প্রবণ হয়ে পড়েন। চোখে জল সিদ্ধান্তের, দেখা মাত্র জড়িয়ে ধরেন সলমন খান। এই মুহূর্তেই যেন তাঁর জীবনের পরম পাওয়া। 

69

এবার দীপিকার সঙ্গে সেটে হাজির সিদ্ধান্ত, কিন্তু চোখের সামনে ভাইজানকে দেখে এবারেও তিনি বেসামাল। পরিস্থিতি পরিলক্ষিত করে অবশেষে দীপিকা জানালেন, সলমন খান যেন সিদ্ধান্তের গালে একটি চুমু খান। তাতেই স্বস্তি মিলবে সিদ্ধান্তের। মুহূর্তে হাসির ঝলক সিদ্ধান্তের মুখে। 

79

ছবিতে সিদ্ধান্তকে দেখা যাবে সম্পূর্ণ অন্য লুকে। দীপিকার সঙ্গে একাধিক সাহসী দৃশ্যে শ্যুট করবেন তিনি। সিদ্ধান্তের ক্ষেত্রে ছবির চরিত্রের বিষয়টা অন্যরকম, সব কিছুই তার জীবনে সাজানো। কিন্তু কি যেন নেই, আছে সম্পর্ক, আছে সাফল্য সবটা পেরিয়ে কোথাও গিয়ে যেন নেই শান্তি, আর সেই শান্তি ও স্বস্তির হাত ছানিতেই এবার সম্পর্কের পালা বদল, এমনই এক সিদ্ধান্ত নিয়ে ফেলে জেন। 

89

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে শকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়া'। বড় পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেতে চলেছে এই ছবি, দীপিকা অনন্যা ও সিদ্ধান্তের এই বোল্ড লুককেই এবার লক্ষ্যে রেখে ভক্তদের কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। সামনেই ছবির মুক্তিকে কেন্দ্র করে সেলেবরা প্রমোশনে ব্যস্ত। 

99

সেই ছবির প্রমোশনের সুবাদেই সিদ্ধান্তের সঙ্গে দেখা সলমন খানের। বেজায় খুশি এই সেলেব। সলমন খানের সঙ্গে তিনি কাজ করতেও বেশ ইচ্ছুক, তবে বিটাউনে পা রাখার পর থেকেই নিজের আিডলকে সামনে রেখেছেন সিদ্ধান্ত, এখন দেখার ভাইজানের ব্যানারে তাঁকে দেখতে পাওয়া যায় কি না!

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos