Genelia D'Souza : বিয়ের এক মাসের মধ্যেই ক্লান্ত জেনেলিয়া, কেন রীতেশকে বলেছিলেন 'আর পারছি না'

বলিউডের সুপারহিট দম্পতির জুটি বললেই সবার প্রথমে মাথায় আসে রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজার নাম। 'তুঝে মেরি কসম' সিনেমার সেটে কাজ করতে এসেই মন দেওয়া নেওয়া শুরু হয়েছিল। বর্তমানে সিনেমায় খুব বেশি দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ঠিক ধরে রেখেছেন জেনেলিয়া। সম্প্রতি লেডিস ভার্সেস জেন্টলম্যান সিজন ২-তে গিয়ে ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন জেনেলিয়া। বিয়ের একমাসের মধ্যে এমন অবস্থা হয়েছিল যে রীতিমতো ক্লান্ত হয়েই রীতিশকে বলেছিলেন আর পারছি না, জানুন কেন।
 

Riya Das | Published : Dec 18, 2021 10:30 AM IST
112
Genelia D'Souza : বিয়ের এক মাসের মধ্যেই ক্লান্ত জেনেলিয়া, কেন রীতেশকে বলেছিলেন  'আর পারছি না'

বলিউডের দীর্ঘপ্রেমের কথা আসলেই সবার আগে আসে রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজার নাম।মাত্র ১৬ বছর বয়সেই ২৪-এর তরুণ রীতেশের প্রেমে পড়েন জেনেলিয়া। ২০০২ সালে 'তুঝে মেরি কসম' সিনেমার সেটে মন দেওয়া নেওয়া শুরু হয়েছিল।
 

212

খুব ছোট বয়সেই বলি অভিনেতা রীতেশ দেশমুখকে বিয়ে করেছিলেন জেনেলিয়া ডি'সুজা। যত দিন যাচ্ছে ততই যেন জেনেলিয়া -রীতেশের প্রেম আরও গাঢ় হচ্ছে। আর তা তাদের সোশ্যাল মিডিয়া পিডিএ-তেই স্পষ্ট ধরা পড়ছে। 

312

রীতেশ দেশমুখ চুটিয়ে বি-টাউনে কাজ করলেও বলিউডে এখন আর খুব বেশি দেখা যায় না রীতেশ ঘরনি জেনেলিয়া ডি'সুজাকে। তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের  কীভাবে ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত বলি অভিনেত্রী জেনেলিয়া। 

412


সম্প্রতি 'লেডিস ভার্সেস জেন্টলম্যান সিজন ২'-তে উপস্থিত হয়েছিলেন জেনেলিয়া ডি'সুজা, রীতেশ দেশমুখ। সেখানে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন জেনেলিয়া। বিয়ের পরে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জেনেলিয়া যা শুনে চক্ষু চড়কগাছ ভক্তদের।

512

বিয়ের একমাসের মধ্যে এমন অবস্থা হয়েছিল জেনেলিয়ার যে রীতিমতো ক্লান্ত হয়েই রীতিশকে বলেছিলেন আর পারছি না, কী করতে হতো অভিনেত্রীকে, সেই কথাই এবার প্রকাশ্যে শেয়ার করলেন রীতেশ ঘরনি।

612


জেনেলিয়া জানান, 'খুব ছোট বয়সেই রীতেশকে বিয়ের পর ভেবেছিলাম এটাই মনে হয় নিয়ম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে সাজগোজ করে রেডি হতাম। যেটা একদমই ভাল লাগত না'।

712

অভিনেতা রীতেশ দেশমুখ জানান, 'যখন তিনি টি-শার্ট এবং বক্সার পরে ডাইনিং টেবিলে খেতে বসতেন তখন জেনেলিয়া সালোয়ার কামিজ, গয়না পরে সেজেগুজে থাকত'।
 

812


রীতেশ আর বলেন, 'জেনেলিয়া এমন সাজগোজ করতে দেখে আমি ভাবতাম বাড়িতে মনে হয় কোনও পুজো পার্বন আছে'। বিয়ের পর প্রায় একমাস এমনটাই করতেন জেনেলিয়া।
 

912

দীর্ঘদিন ঘুম থেকে উঠে এই একই কাজ করতে একদিন হঠাৎই রীতেশের সামনে কেঁদে ফেলেন অভিনেত্রী। জেনেলিয়া বলেন, 'আমি একদিন খুব ভেঙে পড়ি এবং রীতেশকে গিয়ে বলি আমি আর পারছি না'।
 

1012


জেনেলিয়ার মুখ থেকে এই কথা শুনে হতবাক হয়ে যান রীতেশ। সঙ্গে সঙ্গে বলেন তুমি  কী পারছ না। তখন জেনেলিয়া বলেন, 'রোজ সকালে এভাবে উঠে সাজগোজ করতে'। তা শুনেই রীতেশ হতবাক হয়ে বলে, 'আমিও তাই ভাবতাম, তুমি কেন রোজ এভাবে রেডি হয়ে থাকো'।

1112


২০১২ সালের ৩ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনেলিয়া ও রিতেশ। বর্তমানে দুই সন্তানও রয়েছে তাদের। মা হওয়ার পর থেকেই বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন জেনেলিয়া। মাঝেমধ্যেই সন্তানদের নিয়েও একাধিক ভিডিওতে খুনসুটিতে মেতে ওঠেন জেনেলিয়া। 

1212


২০১২ সালের ৩ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনেলিয়া ও রিতেশ। বর্তমানে দুই সন্তানও রয়েছে তাদের। মা হওয়ার পর থেকেই বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন জেনেলিয়া। মাঝেমধ্যেই সন্তানদের নিয়েও একাধিক ভিডিওতে খুনসুটিতে মেতে ওঠেন জেনেলিয়া। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos