সূত্র থেকে আরও জানা গেছে, ভিক্যাটের রিসেপশনে প্রাক্তন প্রেমিকরা ছাড়াও করণ জোহর, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান,সারা আলি খান, আমির খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন সকলেই উপস্থিত থাকতে পারেন। ইতিমধ্যেই তাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। এমনকী আমন্ত্রিতদের ফোন করেও নিমন্ত্রণ করেছেন নবদম্পতি (Katrina-Vicky Reception) ।