২০০৯ সালে আলাদিন ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন জ্যাকলিন। তারপর থেকেই বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ইতিমধ্যেই জ্যাকলিনের হাতে একগুচ্ছ প্রজেক্ট রয়েছে। জ্যাকলিনের 'ভূত পুলিশ', 'অ্যাটাক', 'বচ্চন পান্ডে', 'রাম সেতু'-র মতো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।