৩৮-শে পা দিলেন বি-টাউনের সাহসী অভিনেত্রী কল্কি কোয়েচলিন (kalki koechlin)। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে। লিভ-ইনে অন্তঃসত্ত্বা হওয়া থেকে মা হওয়া নিয়ে সমালোচনার মুখে পড়লেও মুখ বুজে অন্যায় সহ্য করা তার যে সহজাত নয়, তা বারেরারে প্রমাণ দিয়েছেন কল্কি।